Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ছুটির মরশুম মানেই ঘুরতে যাওয়ার ধুম। তবে ট্রেনে ভ্রমণের আগে যদি কিছু বিষয় মাথায় না রাখেন, তাহলে গোটা ট্রিপটাই বিঘ্নিত হতে পারে। বিশেষ করে টিকিট বুক করার সময় কিছু সাধারণ ভুল পুরো প্ল্যান নষ্ট করে দিতে পারে। দেখে নিন ট্রেনের টিকিট কাটার আগে কোন ১০টি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে।
১. আগেভাগে বুকিং করুন:
IRCTC-তে যাত্রার 120 দিন আগে বুকিং শুরু হয়। ছুটির সময় ভিড় বেশি, তাই দেরি করলে কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা কমে যায়।
২. ভ্রমণের তারিখ নমনীয় রাখুন:
যেদিন চাইছেন সেদিন না পেলে আগের বা পরের দিনের টিকিট চেক করুন। ফ্লেক্সিবিলিটি থাকলে বিকল্প ট্রেন পেতে সুবিধা হয়।
৩. ক্লাস বুঝে টিকিট কাটুন:
SL, 3AC, 2AC, CC – সব ক্লাসের সুবিধা-অসুবিধা বুঝে টিকিট কাটলে যাত্রা আরামদায়ক হয়।
৪. ট্রেন টাইমিং খুঁটিয়ে দেখুন:
রাতের ট্রেন হলে সারাদিন সময় পাওয়া যায়, আবার দিনের ট্রেন হলে ঘুম বাদে দেখা যায় রাস্তাঘাট। নিজে অনুযায়ী সময় বেছে নিন।
আরও পড়ুন:- বড় খবর! এবার থেকে মাতৃভূমি লোকালে উঠতে পারবেন পুরুষরাও ।
৫. সিট পছন্দমতো নিতে চেষ্টা করুন:
উইন্ডো সিট, মিডল বা আপার – পছন্দমতো সিটের জন্য ফরমে প্রেফারেন্স দিন।
৬. ভিড়ের সময় ওয়েটিং লিস্ট বুঝে টিকিট কাটুন:
GNWL, PQWL, RLWL – কোন ওয়েটিং টাইপ কতটা কনফার্ম হবে, তা বুঝে তবেই বুকিং করুন।
৭. অফিশিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করুন:
IRCTC-এর অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার না করলে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে।
৮. ID কার্ড ডিটেলস ঠিকমতো দিন:
ভুল ID নম্বর বা ভুল নাম দিলে টিকিট ক্যানসেল হতে পারে।
৯. ট্রেনের টাইমটেবল ও অবস্থান নিয়মিত চেক করুন:
যাত্রার আগের দিন ট্রেন লেট কিনা বা প্ল্যাটফর্ম নম্বর জানার জন্য টাইমটেবল দেখে নিন।
১০. ক্যানসেলেশন পলিসি ভালোভাবে জানুন:
যদি সফর বাতিল করতে হয়, তাহলে কত টাকা কাটবে, কতক্ষণ আগে ক্যানসেল করলে রিফান্ড পাবেন – তা আগেই জেনে রাখুন।
আরও পড়ুন:- ঠিক এই ভুলে গরমে বার্স্ট করে ফ্রিজ, সাবধান না হলেই শেষ…