Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চার ছেলেই সুপ্রতিষ্ঠিত। তাদের মধ্যে আবার একজন হাইকোর্টের আইনজীবী এবং একজন কলেজের লেকচারারও আছেন। কিন্তু ৮০ বছর বয়সি মায়ের দায়িত্ব নিতে কেউই রাজি নয়। প্রয়াগরাজের মহাকুম্ভমেলায় এনে মাকে তাঁরা ফেলে রেখে গিয়েছেন। তিন দিন ধরে বৃদ্ধা প্রয়াগরাজে একা-একা ঘুরছিলেন, গেল কোথায় ছেলেরা? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে তাঁর মর্মান্তিক কাহিনি তুলে ধরেছেন ‘দৈনিক ভাস্কর’-এর সাংবাদিক রাজেশ সাহু।
অশীতিপর ওই বৃদ্ধার নাম রেখা দ্বিবেদী। তাঁর ঠিকানা জানা যায়নি। ছেলেরা তাঁকে মহাকুম্ভে ফেলে চলে যাওয়ার পরও, আশায় আশায় তিন দিন অপেক্ষা করেছিলেন তিনি — এই বুঝি তারা ফিরে আসবে। তাঁকে বাড়ি নিয়ে যাবে। কিন্তু, কেউ আসেনি।
মহাকুম্ভে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার’ রয়েছে। সেখান থেকে তাঁর চার ছেলের সঙ্গেই যোগাযোগ করা হয়েছিল। কেউই মাকে ফিরিয়ে নিতে চাননি। এক ছেলে তো সাফ বলেছেন, ‘মায়ের সঙ্গে আমাদের আর কোনও সম্পর্ক নেই, গুডবাই।’
তিনদিন ধরে অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে পড়েছেন রেখা। ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি। সঙ্গে ছিল দুশ্চিন্তা। দুর্বলও হয়ে পড়েছেন বেশ কিছুটা। কিন্তু তার পরও তিনি তো মা। কোও ছেলেই তাঁকে ফিরিয়ে নিতে পাজি নয় জানার পরও, ছেলেদের দোষ দিতে চাননি তিনি। তিনি বলেছেন, ‘না না ওরা অযোগ্য সন্তান নয়। ওরা খুব অসহায়। তাই এমন করেছে।’
সাংবাদিক রাজেশ সাহুর তোলা ভিডিয়ো মারফৎ ছড়িয়ে পড়েছে রেখা দ্বিবেদীর মর্মান্তিক কাহিনি। আর এতে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। তাঁর ছেলেদের অমানবিক কাজের তীব্র নিন্দা করেছে নেট পাড়া। একজন মনে করিয়ে দিয়েছেন, তাঁর ছেলেরাও এক দিন বৃদ্ধ হবেন। তিনি বলেছেন, ‘এদের মাথায় থাকে না, কয়েক বছর পর তারাও যখন বৃদ্ধ হবে, তাদের সন্তানরাও তাদের সঙ্গে একই আচরণ করবে। তখন তারা কোন রাস্তায় এবং কোন ফুটপাথে আশ্রয় নেবে?’
আরও পড়ুন:- ATM-এ টাকা তুলতে গিয়ে ‘সর্বস্ব’ খোয়ালেন একাধিক গ্রাহক, কিভাবে ?