Bangla News Dunia, Pallab : ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব খুললে এখন একটাই গান দেখা যাচ্ছে। আর সেটা হল ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’ (Chhi Chhi Chhi Re Nani)। এই কোরাপুটি গান ২০২৫ সালের এখনো অবধি অন্যতম ভাইরাল গান হয়ে উঠেছে। এই গান দিয়ে মিম, রিলের ছড়াছাড়ি চারপাশে। হাসির ভিডিও, কান্নার ভিডিও, মজার ভিডিও, কোথায় ব্যবহার হচ্ছে না সেই গান! তবে এবার এই গানে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাকে এই গানে গলা মেলাতে অবধি দেখা গেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বর্তমানে সে ভিডিও সামাজিক মাধ্যমের বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে। এই ভিডিও দেখে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গেছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
আরও পড়ুন : হার্ট ‘ব্লকেজ’ কী ? কারণ কি ? জানুন সমাধান
ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ গানে শুভেন্দু অধিকারী!
আসলে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখার আইটি সেলের সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস নিজের ফেসবুক ওয়ালে একটি ভিডিওটি শেয়ার করেছেন। সেই ভিডিওটি হল ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ/ ধনকে চিনলি তুই ননী সিনা/ মনকে চিনলি নাই/ সুনাকে চিনলি, মনাকে চিনলি/ মানুষ চিনলি নাই/ ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’। আর এই গানেই কিনা দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। সাদা জামা পরে গানে গলা দিচ্ছেন। আসলে এই ভিডিওটিকে এডিট করে শুভেন্দু অধিকারীকে বসানো হয়েছে।
আরও পড়ুন : অকালে বুড়িয়ে যেতে না চাইলে মানতে হবে এই ৫ নিয়ম
যাইহোক, সত্যিই কি তাহলে এই গানে শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে? সেই নিয়ে উঠছে প্রশ্ন। উত্তর হল না। ভিডিওটি ভালোভাবে দেখলে বোঝাই যাবে সেটি এডিট করা। এদিকে এহেন ভিডিও দেখে হাসির রোল উঠেছে। একজন লিখেছেন, এটা আবার কে বানালি। অন্য একজন নেটাগরিক নীলাঞ্জন দাসকে উদ্দেশ্য করে বলেন, ‘দাদা আপনি পারেন কিন্তু।’