জগদীপ ধনখড়ের হঠাত্‍ পদত্যাগের কারণ নিয়ে ধোঁয়াশা, ঘনাচ্ছে রহস্য

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যসভার দলনেতা জেপি নাড্ডার অনুপস্থিতি ভাল চোখে দেখেননি চেয়ারম্যান জগদীপ ধনখড়। সেই থেকেই কি সমস্যার সূত্রপাত? জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যসভার দলনেতা জেপি নাড্ডা এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুকে বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকে দেখতে না পেয়ে চটে গিয়েছিলেন ধনখড়। এর কয়েকঘণ্টার মধ্যেই ইস্তফা দেন তিনি। ধনখড়ের পদত্যাগ ঘোষণায় সাড়া পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কিন্তু এই পদত্যাগ নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন।

জানা গিয়েছে, বিজনেস অ্যাডভাইজরি কমিটির প্রথম বৈঠক ছিল সোমবার দুপুর ১২.৩০ মিনিটে। যেখনে অনেক দলের অনেক সাংসদরাই উপস্থিত ছিলেন। যোগ দিয়েছিলেন জেপি নাড্ডা এবং কিরেণ রিজিজুও। বৈঠকে সিদ্ধান্ত হয়, আরও বেশ কিছু আলোচনার জন্য সেটি ফের বিকেল ৪.৩০ মিনিটে ডাকা হবে। তবে বিকেলের মিটিংয়ে দেখা যায়নি ওই দুই ক্যাবিনেট মন্ত্রীকে। তাঁদের বদলে কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান সরকারের প্রতিনিধিত্ব করেন।

মুরুগান পরের দিন এই বৈঠক ফের ডাকার জন্য আর্জি রেখেছিলেন জগদীপ ধনখড়ের কাছে। ফলে সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার দু’বার বৈঠক হলেও বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক ছিল নিষ্ফলা।

গুরুত্বপূর্ণ সংসদীয় কাজ থাকায় তাঁরা মিটিয়ে যেতে পারেনি বলে জানান রিজিজু এবং নাড্ডা। তাঁরা এ-ও জানান, অনুপস্থিতির বিষয়টি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে জানানো হয়েছে। জেপি নাড্ডা বলেন, ‘কিরেণ রিজিজু এবং আমি জগদীপ ধনখড়ের ডাকা ৪.৩০ মিনিটের বৈঠকে যেতে পারেননি কারণে সংসদেই তাঁদের কাজ ছিল। কিন্তু আমরা উপরাষ্ট্রপতিকে আগেই জানিয়েছিলাম।’এরপর খানিকটা সাফাইয়ের সুরেই তিনি বলেন, ‘রাজ্যসভা অধিবেশনে আমি যা বলেছিলাম, তা চেয়ারকে উদ্দেশ্য করে নয় বিরোধী সাংসদদের উদ্দেশ্য করে বলেছিলাম। যা বলা হবে তা তো রেকর্ডে থাকবে এইটাই বলতে চেয়েছিলাম। এৎ অন্যথা নয়।’

কংগ্রেস নেতা জয়রাম রমেশও বিজনেস অ্যাডভাইজরি কমিটিতে অংশ নিয়েছিলেন। তিন বলেন, ‘দুই মন্ত্রী যে আসবেন না তা জানতেনই না জগদীপ ধনখড়। তাঁকে তথ্য জানানোই হয়নি। উনি নাড্ডা এবং রিজিজুর জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলেন তবে তাঁরা আসেননি। এরপর ফের একবার বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকের সময় পরিবর্তন করতে হয় ধনখড়কে।’ পরবর্তী বৈঠকের সময় রাখা হয় মঙ্গলবার দুপুর ১টা। জয়রাম রমেশ আরও বলেন, ‘দুপুর ১টা থেকে বিকেল ৪.৩০-এর মধ্যে নিশ্চয়ই বড় কিছু হয়েছিল।’

আরও পড়ুন:- রান্না করার ফলে মহিলাদের বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি ! বলছে গবেষণা

আরও পড়ুন:- 2026 আসলে দিল্লি দখলের প্রস্তুতি, মোদি সরকারকে উৎখাতের বার্তা মমতার

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন