Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত ‘জগদীশ বসু ন্যাশনাল স্কলারশিপ ২০২৫’ (JBNST Scholarship) প্রকল্পের অধীনে এবার পড়ুয়ারা বার্ষিক ৪৮,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে চলেছে। যারা উচ্চ মাধ্যমিকের পরে বিজ্ঞান নিয়ে স্নাতক বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন, তাদের জন্য এই স্কলারশিপ এক বড় সুযোগ। এবারে এই স্কলারশিপ সম্পর্কে আরও বিস্তারিত কিছু তথ্য জেনে নেওয়া যাক।
JBNST Scholarship 2025
এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়ারা শুধুমাত্র আর্থিক সাহায্যই পাবেন না, বরং গবেষণার জগতে প্রবেশের সুযোগও খুলে যাবে। প্রতি মাসে ৪,০০০ টাকা স্কলারশিপ, বছরে একবার ৫,০০০ টাকা বই কেনার জন্য এককালীন অনুদান, গবেষণা ও প্রজেক্টের জন্য এক্সপার্টদের পরামর্শ নেওয়ার সুযোগ। রাজ্য সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের (Department of Science & Technology) তরফে এই স্কলারশিপে টাকা দেওয়া হয়ে থাকে। আর দরকার হলে পড়ুয়ারা ল্যাপ টপের সুবিধাও পেতে পারে।
JBNST Scholarship Apply Criteria
এই স্কলারশিপের জন্য আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা রয়েছে, যেই গুলি অবশ্যই পূরণ করতে হবে। আবেদনকারীকে ২০২৫ সালে মাধ্যমিক (Science stream) পাশ করতে হবে, অন্তত ৭৫% নম্বর থাকতে হবে ও উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে হবে, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, শুধুমাত্র বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবেন।
JBNST Scholarship Apply Last Date
স্কলারশিপের আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। আবেদন শুরু হয়ে গেছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই ফর্ম জমা দিতে হবে। এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে (www.jbnsts.ac.in) গিয়ে “Online Application” অপশনে ক্লিক করুন, রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন, স্ক্যান করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন, আবেদন ফি অনলাইনে জমা দিন, সাবমিট করার পর কনফার্মেশন পেজটি সংরক্ষণ করে রাখুন ও আগামী ৩১ শে জুলাই পর্যন্ত আবেদন নেওয়া হবে।
JBNST Scholarship Apply Documents
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ভর্তি হওয়ার প্রমাণ, আধার কার্ড বা ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংক একাউন্ট ডিটেইলস। এই সকল তথ্য ছাড়াও আরও কিছু বিষয় সম্পর্কে জানতে চাওয়া হতে পারে তাই আবেদনের আগে সেই সম্পর্কে জেনে নেওয়া উচিত পড়ুয়াদের।
উপসংহার
জগদীশ বসু ন্যাশনাল স্কলারশিপ ২০২৫ শুধু মাত্র আর্থিক সাহায্যই নয়, একজন পড়ুয়ার গবেষণার প্রতি আগ্রহ ও ভবিষ্যতের পথ প্রস্তুত করে দেয়। যারা বিজ্ঞান নিয়ে ভবিষ্যৎ গড়তে চান, তাঁদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। আর যত তাড়াতাড়ি সম্ভব সকলের উচিত আবেদন সেরে নেওয়া।
আরও পড়ুন:- মাধ্যমিক ও আইটিআই পাশে NMDC- তে প্রচুর চাকরি, বেতন ৩৫,০৪০/- টাকা। শীঘ্রই আবেদন করুন