Bangla News Dunia, Pallab : দিঘা জুড়ে উৎসবের মেজাজ। বুধবার অক্ষয় তৃতীয়ার দিনে দিঘায় জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) উদ্বোধন হবে। তার আগে সেজে উঠেছে মন্দির চত্বর। মন্দিরে বিশেষ মন্ত্রোচ্চারণ, জগন্নাথদেবের প্রাণপ্রতিষ্ঠার আচার শুরু হয়েছে। মঙ্গলবার মহাযজ্ঞের আগে শাস্ত্রীয় মতে চলছে পুজোপাঠ ও হোমযজ্ঞ। মূল মন্দিরের সামনে হোমযজ্ঞ করার জন্য তৈরি হয়েছে অস্থায়ী আটচালা ঘর। পুরীর মন্দির থেকে ৫৭ জন জগন্নাথদেবের সেবক এবং ইসকন থেকে ১৭ জন সাধু এসেছেন বলে জানা গিয়েছে।
আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য
এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) দিঘায় পৌঁছে যাওয়ার কথা রয়েছে। পুরীর দ্বৈতাপতি জানান, মঙ্গল মন্ত্রযজ্ঞ চলছে সকাল থেকে। আজ অশ্বযজ্ঞ হবে। মন্দিরজুড়ে জগন্নাথের সমস্ত রীতিনীতি পালন করা হচ্ছে। আগামীকাল হবে বিশ্বশান্তির জন্য মহাযজ্ঞ। ১০০ কুইন্টাল আম ও বেলকাঠ এবং ২ কুইন্টাল ঘি পোড়ানো হবে। ৩০ এপ্রিল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মন্দিরের দ্বারোদঘাটন ও জগন্নাথদেবের প্রাণপ্রতিষ্ঠা হবে। পুরীর জগন্নাথ মন্দিরের বিধান অনুযায়ী তা করবেন পুরীর রাজেশ দৈতাপতি। দায়িত্বে রয়েছেন ইসকন কর্তা রাধারমণ দাস।
জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এদিন শুরু হয়ে যাচ্ছে দিঘা (Digha) থেকে ১১৬ বি জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণ। থাকছে বিশেষ পার্কিংয়ের ব্যবস্থা। আগত পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। চন্দননগরের আলোয় রঙিন দিঘা। সেজে উঠেছে নিউ এবং ওল্ড দিঘা। লাইট থেকে সাউন্ড, সবকিছুরই প্রস্তুতি চলছে জোরকদমে। সমস্ত দিক তদারকি করছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। তিনি জানিয়েছেন, জগন্নাথধাম সকল মানুষের মনে জায়গা করে নেবে।
আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?
আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান