Bangla News Dunia, Pallab : পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলার থেকে বাঙালি অধ্যাপককে বাঁচিয়ে দিল ‘কলমা’। মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরণে ভয়াবহ জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৭ জনের। এর মধ্যে ২৬ জনই পর্যটক। যার প্রায় সবাই হিন্দু। অভিযোগ, জঙ্গিরা পরিচয় নিশ্চিত করে অমুসলিমদেরই একমাত্র গুলি করে হত্যা করে। ধর্ম পরিচয় নিশ্চিত করার জন্য অনেককেই ‘কলমা’ পড়তে নির্দেশ দেয় জঙ্গিরা। আর সেই ‘কলমা’ পড়েই সস্ত্রীক বেঁচে ফিরলেন অসম বিশ্ব বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য।
আরও পড়ুন : বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন
গতকাল দুপুরে হামলার সময় বৈসরনে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন দেবাশিসবাবু। হটাৎ শুনতে পান আশপাশে সবাই ‘কলমা’ পড়ছে। কিছুটা জানা থাকায় তিনিও পড়তে শুরু করেন। দেখতে পান ছদ্মবেশে থাকা এক জঙ্গি রাইফেল উঁচিয়ে এসে তার পাশে শুয়ে থাকা এক ব্যক্তিকে গুলি করে। দেবাশিসবাবু বলেন, ‘একজন সন্ত্রাসী আমাদের দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, ‘কেয়া কর রহে হো?’ আমি আরও জোরে কলমা পাঠ করলাম। আমি জানি না কেন আমি এটা করেছি। কোনও কারণে, সে মুখ ফিরিয়ে চলে গেল।’
এরপর সুযোগ বুঝে, চুপচাপ উঠে তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে পালিয়ে যান দেবাশিসবাবু। তিনি বলেন, ‘আমরা উপরে উঠেছিলাম, বেড়া পার হয়েছিলাম এবং প্রায় দুই ঘন্টা ধরে হাঁটতে থাকি, পথে ঘোড়ার খুরের চিহ্ন অনুসরণ করে ঘোড়া সহ একজন আরোহীর সঙ্গে দেখা করি এবং আমাদের হোটেলে ফিরে আসতে সক্ষম হই।’