Bangla News Dunia , দীনেশ : পুরোনো কাগজ ঘুরিয়ে দিল ব্যক্তির ভাগ্যের চাকা। রূপকথার গল্পে এমনটা হয়তো শোনা যায়, কিন্তু বাস্তবেও কি সম্ভব? এই গল্পটি শুনলে অবাক লাগলেও এমনই এক ঘটনা ঘটেছে চিলির এক বাসিন্দার সঙ্গে।
আমাদের সকলেরই বাড়িতে কিছু পুরোনো কাগজ থাকে। সে দলিল, জরুরি নথিপত্র যাই হোক না কেন। কখনও বিছানার গদির তলায়, কখনও বা এক কোনায় পড়ে থাকে সেগুলি। সেইসব কাগজপত্র না দেখে অনেকসময়ই আমরা জঞ্জালে ফেলে দিই। এমনই এক কাগজ রাতারাতি বদলে দিল এক ব্যক্তির (Man Becomes Millionaire Viral) ভাগ্য।
আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন’
ঘটনাটি ঘটেছে চিলিতে (Chile)। এক্সোকিল হিনোজোসা নামে ওই ব্যক্তি জঞ্জাল থেকে খুঁজে পান তাঁর মৃত বাবার পুরোনো ব্যাংকের পাসবুক। এই পাসবুকই বদলে দিল তাঁর ভাগ্য। কীভাবে?
আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন
হিনোজোসার বাবা ১৯৬০-৭০ এর দশকে ব্যাংকে প্রায় ১.৪০ লক্ষ টাকা জমা করেছিলেন। তখন তাঁর উদ্দ্যেশ্য ছিল ওই টাকা দিয়ে বাড়ি কেনা। তবে প্রায় দশ বছর আগে মৃত্যু হয়েছে হিনোজোসার বাবার। পরিবারের কোনও সদস্যই ব্যাংকে রাখা এই টাকার কথা জানতেন না। হিনোজোসা বাড়ির জঞ্জাল পরিষ্কার করতে গিয়ে এই পাসবুকটি পান। প্রথমে তাঁরও পাসবুকটিকে জঞ্জাল বলেই মনে হয়। কারণ এই ব্যাংকটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। তবে হঠাত্ তাঁর নজর যায় একটি লেখার উপর। পাসবুকে লেখা ছিল ‘State Guaranteed’। যার অর্থ ব্যাংক ডুবে গেলেও সরকার টাকা ফেরত দেবে। এরপরই সরকারের দ্বারস্থ হন তিনি। কিন্তু সরকার তা প্রত্যাখ্যান করে। এরপরই আইনের পথ অবলম্বন করেন ওই ব্যক্তি। আইনি লড়াইয়ে জিতলে আদালত সরকারকে নির্দেশ দেয়, হিনোজোসাকে সুদ সহ টাকা ফেরত দিতে হবে। এরপর সরকার ১.২ মিলিয়ন ডলার (প্রায় ১০ কোটি টাকা) ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এভাবেই এক ধাক্কায় কোটিপতি হয়ে যান হিনোজোসা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে তাঁর এই কোটিপতি হওয়ার গল্প।
আরও পড়ুন : তীব্র গরমে হিট স্ট্রোক থেকে বাঁচার উপায়, এক ক্লিকে জেনে নিন