Bangla News Dunia, Pallab : আগামী ৯ অগাস্ট নবান্ন (Nabanna) অভিযানের ডাক দিয়েছেন ‘অভয়ার’ বাবা-মা। এই অভিযানে ব্যাহত হতে পারে জনজীবন, এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন হাওড়ার এক বাসিন্দা। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার মামলার শুনানি।
আরও পড়ুন : WBSSC SLST ফর্ম Category Update শুরু, দেখুন সহজ উপায়
গত বছর ৯ অগাস্ট ডিউটিতে থাকাকালীন ধর্ষণ করে খুন করা হয়েছিল আরজি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসককে। আগামী শনিবার সেই অভিশপ্ত দিনের বর্ষপুর্তিতে পথে নামতে চলেছে একাধিক চিকিৎসক সংগঠন। পাশাপাশি নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নির্যাতিতার বাবা-মা। এই অভিযানের ফলে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হবে, এই বিষয়টিকে সামনে রেখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন হাওড়ার এক বাসিন্দা। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আগামীকাল মামলার শুনানি হওয়ার কথা।
অন্যদিকে, এদিন সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah) এবং সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করতে দিল্লি যান অভয়ার বাবা-মা। বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উদ্দেশে তিনি বলেন, আগামী ৯ অগাস্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের ১৪ তলা থেকে নামাব। আমার মেয়ের স্বপ্ন যারা পূরণ করতে দেয়নি, আমরা তাঁদের ভালো থাকতে দেব না।’
আরও পড়ুন : FD, RD এর থেকে বেশি সুদ ! এলআইসি জীবন লক্ষ পলিসি সম্পর্কে বিস্তারিত তথ্য
আরও পড়ুন : গ্যাস , অম্বলের সেরা কিছু হোমিওপ্যাথি ঔষধ !