বন্ধ আটারি-ওয়াঘা বর্ডার, এখন সেখানে কী পরিস্থিতি ? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কাশ্মীরে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে 26 জন পর্যটকের ৷ তারপরই পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ ‘ঘা’ দিয়েছে ভারত ৷ পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হামলায় যে পাঁচটি কড়া পদক্ষেপ করেছে ভারত। তার মধ্যে রয়েছে আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া। সেইসঙ্গে বুধবার রাতে ভারত ঘোষণা করেছে, পাক নাগরিকদের দেশ ছাড়তে হবে, তাও 48 ঘণ্টার মধ্যে ৷ অমৃতসর থেকে 28 কিলোমিটার দূরে, 120 একর জুড়ে সীমান্তের বর্তমান পরিস্থিতি কী ?

পঞ্জাবে রয়েছে ভারতের প্রথম স্থলবন্দর আটারি। বৃহস্পতির সকাল থেকে আটারি-ওয়াঘা সীমান্তে চলছে সেনা জওয়ানের কড়া নিরাপত্তা ৷ এক নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত এই সীমান্তে রয়েছে সারি সারি গার্ডরেল ৷ মঙ্গলবার (22 এপ্রিল) দুপুরে সন্ত্রাসী হামলার পর থেকেই সেনাবাহিনী, এনআইএ, পুলিশ এবং যৌথ নিরাপত্তা বাহিনী সদা সতর্ক রয়েছে। ড্রোন এবং হেলিকপ্টারের মাধ্যমে প্রতি মুহূর্তে নজরদারি চলছে। পাশাপাশি, জম্মু ও কাশ্মীর থেকে দিল্লি পর্যন্ত হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

আরও পড়ুন:- আরও পড়ুন:- এবার থেকে পরা যাবে না সেনার পোশাক, হতে পারে জেলও, বিস্তারিত জেনে নিন

এই সীমান্তই পাকিস্তানের সঙ্গে ভারতের স্থলপথে বাণিজ্যের একমাত্র রাস্তা। এই সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় ভারতের সঙ্গে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক প্রভাবিত হবে বলেই মনে করা হচ্ছে। ওয়াকিবহাল মহল বলছে, পাকিস্তানের সীমান্ত চত্বরের বহু ব্যবসায়ী ভারতের রফতানির উপর নির্ভরশীল ছিলেন। তাঁদের রোজগার কার্যত এখন বন্ধের মুখে।

আজ আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছেড়ে যাওয়ার সময় নাগরিক মনসুর বলেন, “আমি করাচি থেকে এসেছি এবং দিল্লিতে আত্মীয়দের সঙ্গে দেখা করতে 20-25 দিনের জন্য ভারতে এসেছিলাম। পহেলগাঁওয়ে যা ঘটেছে তা উচিত হয়নি পাশাপাশি সরকারের এটি করা উচিত হয়নি (সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প স্থগিত করা)।”

উল্লেখ্য, বুধবার রাত 9টা নাগাদ বিদেশ মন্ত্রকের তরফে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক থেকে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রেক্ষিতে একাধিক কড়া পদক্ষেপের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি । পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, যে বা যারা পাকিস্তান থেকে এখন ভিসায় ভারতে এসেছেন তাঁদের 48 ঘণ্টার মধ্যে পাকিস্তানে ফিরে যেতে হবে ৷ তাঁদের ভিসা অবিলম্বে বাতিল করা হয়েছে। পাকিস্তান থেকে যারা ভারতে আসার জন্য ভিসার জন্য আবেদন করছিলেন তাঁরাও এখন ভারতে আসতে পারবেন না। এছাড়াও ভারতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:- ‘সিন্ধুর প্রতিটি জলের বিন্দু আমাদের’, ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন