Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- আজ পালন হতে চলেছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। আর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ঘিরে নানান ধরনের উৎসব গোটা দেশে পালিত হতে চলেছে। ২০২২ সালের জন্মাষ্টমী তিথিতে পড়েছে বিশেষ এক যোগ। ১৮ থেকে ১৯ অগস্ট পালিত হতে চলেছে জন্মাষ্টমী। ১৮ অগস্ট অথাৎ আজ রাতে পড়ছে এই জন্মাষ্টমী তিথি। আর ১৯ অগস্ট তা সমাপ্ত হচ্ছে। তবে এই সময়কালের মধ্যে একাধিক শুভ যোগ রয়েছে। এছাড়াও এই সময়ে বিশেষ বাস্তুমতে ময়ূরের পালক রাখলে মিলতে পারে আপনার কাঙ্খিত ফল।
আরো পড়ুন :- স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে ? এই সহজ নিয়ম পালনে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে
আজ জন্মাষ্টমীর দিন বিশেষ তিথি-কৃত্তিকা নক্ষত্রের অবস্থানের ফলে শুভ যোগ রয়েছে। আজ ছত্র নামের একটি শুভ যোগ দেখা যাবে। এর সাথে রয়েছে ধ্রুব নামের এক শুভ যোগ। ১৯ অগস্ট রয়েছে মঙ্গললক্ষ্মী যোগ। এছাড়া সূর্য ও বুধের সমন্বয়ে আসছে বুধাদিত্য যোগ।
আজ জন্মাষ্টমীর দিনে ঘরে আনুন ময়ূরের পালক। আপনার ঘরে শান্তি সমৃদ্ধি ধরে রাখতে ঘরে আনুন ময়ূরের পালক। বাস্তুশাস্ত্র মতে মনে করা হয়, এতে বাস্তু দোষ দূর হয়ে ঘরে আসে শান্তি। এমনকি স্থাপিত হয় আর্থিক উন্নতির শুভ সময়। এরফলে ঘরে আসে ধন সম্পত্তির জোয়ার , কাটে বাধা বিপত্তি।
এই দিন বাড়িতে ময়ূরের পালক রাখলে হারানো টাকা যেমন পাওয়া যায়, তেমনই বাধা বিপত্তিও কেটে যেতে থাকে। মনে করা হয় ময়ূরের পালক শুধু শ্রীকৃষ্ণের বেদীতেই নয়, দেবী লক্ষ্মীর বেদীতেও রাখলে তা ভাল ফল দেবে।
অনেক সময় বাড়ির শিক্ষাথীদের পড়াশুনোয় মন বসে না। পড়াশোনার উন্নতিতে ময়ূরের পালক খুবই ভাল কাজ করে। পড়াশুনোর ঘরে ময়ূরের পালক রাখুন এই জন্মাষ্টমীতে। এছাড়া ময়ূরের পালকের বাতাসও কার্যকরী। বাড়িতে কোনো পরীক্ষার্থী বা পড়ুয়া থাকলে তার বইতে ময়ূরের পালক রাখতে পারেন।
বাস্তুশাস্ত্র মতে, ময়ূরের পালক বাড়িতে থাকলে সুসময় উপস্থিত হয়। মনে করা হয় ময়ূরের পালকে নেগেটিভ এনার্জি সরে গিয়ে পজিটিভ এনার্জি আসতে থাকবে। ফলে তা গৃহস্থের পক্ষে সুসংবাদ নিয়ে আসবে। ময়ূরের পালক শ্রীকৃষ্ণের অত্যান্ত প্রিয়। তাই আপনিও বাড়িতে এই পালক রাখতে পারেন।
আরো পড়ুন :- সংসারে সুখ আনতে ও সকল দুঃখ দূর করতে শ্রাবণ মাসে এই উপায়গুলি করুন!
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)