Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- জ্যোতিষ শাস্ত্র মতে, আমাদের রাশিচক্রের নানা প্রকার যোগের কথা উল্লেখ রয়েছে, তাঁর মধ্যে কিছু যোগ এতটাই ভালো হয় যা আমাদের জীবনে শুভ বার্তা নিয়ে আসে। সেই রকমই একটি যোগ হল লক্ষ্মীযোগ। এই যোগ যেই মানুষের রাশিচক্রে থাকে তিনি অত্যন্ত সুখী জীবন যাপন করেন এবং তাঁর ভাগ্য তুঙ্গে থাকে।
বৈদিক জ্যোতিষ অনুসারে রাশিচক্রে গ্রহের অবস্থানের হেরফেরের কারণে আমাদের ভাগ্য কোনও ক্ষেত্রে খুব ভাল আবার কোনও ক্ষেত্রে খুব খারাপ হয়ে থাকে, এবং আমরা প্রত্যেকে চাই আমাদের সংসারে যাতে ধন সম্পত্তিতে ভরে থাকে। কিন্তু সব সময় আমাদের মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে এমনটা হয়ে ওঠে না। তবে কোনো মানুষের জন্মলগ্নে লক্ষ্মী যোগ থাকে তবে তার জীবনে ফিরে তাকাতে হয় না। তবে আমরা এখানে লক্ষ্মী যোগ বা ধন যোগের সম্বন্ধে আলোচনা করব।
আরো পড়ুন :- বর্তামানে উলটো পথে চলছেন শনিদেব, যার ফলে আগামী ৬০ দিন অর্থলাভ হতে পারে এই তিন রাশির
কোন জাতক বা জাতিকার জন্ম ছকে লগ্নপতি যদি ত্রিকোণে অবস্থান করে ও তার সঙ্গে একাদশপতির দৃষ্টি যদি ধন স্থানে থাকে এবং দ্বিতীয়ে কোনও শুভ যোগের দৃষ্টি থাকলে তবেই এই যোগের সৃষ্টি হয়।এই যোগের ফলে জাতক বা জাতিকা সারাজীবন অর্থ উপার্জন করতে সক্ষম হয়।
যদি একাধিক গ্রহ কোন জাতক বা জাতিকার জন্মছকের দ্বিতীয় ঘরে অবস্থান করে এবং দ্বিতীয় অধিপতি ও বৃহস্পতি উচ্চস্থ বা স্বরাশিতে থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা সারাজীবন অর্থ উপার্জন করতে থাকেন। যদি চন্দ্র ও মঙ্গল গ্রহের যোগ শুভ রাশিতে থাকে, তাহলে সেই ব্যক্তিও প্রচুর অর্থ উপার্জন করে থাকেন।
কোন জাতক বা জাতিকার জন্মছকে ধন যোগ থাকলে সেই জাতক বা জাতিকা জীবনে অত্যন্ত ভাগ্যবান ও প্রতিভাবান হয়ে থাকেন। তা ছাড়া এই জাতক বা জাতিকা প্রচুর অর্থের মালিক হয়ে থাকেন। যে কোনও নতুন কাজে তারা নিজের প্রতিভা ফুটিয়ে তুলতে সক্ষম হন এবং প্রায় সকল কাজে দক্ষ হয়ে থাকেন এরা।
এঁরা খুব ভাগ্যবান হয়ে থাকে। এরা জীবনের কোনো না কোনো সময় আকস্মিকভাবে প্রচুর সম্পত্তির মালিক হতে পারেন। অন্যরা এঁদের কথায় খুব তাড়াতাড়ি মুগ্ধ হয়ে যান, কারণ এরা মিষ্টভাষী হয়ে থাকেন।
আরো পড়ুন :- এই নিয়ম পালনের মাধ্যমে কালসর্প দোষ থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )