Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- রাশি দেখে নয়, বরং জন্ম ছকে নক্ষত্র বিচার করেও জানা যায়, কোন নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যাক্তিরা কোন পেশায় সাফল্য লাভ করতে পারবেন। জ্যোতিষ অনুযায়ী নক্ষত্রে ভাগ্যের অধিপতি উপস্থিত তাই নক্ষত্র কেরিয়ার ও ব্যবসা নির্ধারণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দশম স্থানে রাশি যে নক্ষত্রে থাকে, তা জাতকের ব্যবসা ও কেরিয়ারকে প্রভাবিত করে। কোন নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতকদের কোন ব্যবসা বা পেশা নির্বাচন করে সর্বাধিক সাফল্য লাভ করা যাবে ? দেখুন একনজরে —-
আরো পড়ুন :- সাংসারিক নানা বিপর্যয় থেকে মুক্তি পেতে এই সকল নিয়ম মেনে চলুন
১৯. মূল নক্ষত্রের জাতকরা সাধারণত চিকিৎসক, ওষুধ, ইলেকট্রনিক, ফল ব্যবসা ও চাষাবাদ করে লাভ অর্জন করেন।
২০. পূর্বাষাঢ় নক্ষত্রে জন্মগ্রহণ করে তাঁরা সাধারণত মোটর কোম্পানি, চাষবাসে ভালো ফলাফল করে থাকে এঁরা ভালো শিল্পী হন। পুলিশেও চাকরি করতে পারেন এই জাতকরা।
২১. উত্তরা আষাঢ় নক্ষত্রর ক্ষেত্রে মহান নেতা, রাজনেতা হিসেবে খ্যাতি অর্জন করতে পারেন এই নক্ষত্রের জাতকরা। কুস্তি, পরিবহন ব্যবসা, বনস্পতি বিজ্ঞানের অধ্যাপক ও জঙ্গলের আধিকারিক হিসেবে নিজের ছাপ ছাড়তে পারেন।
২২. শ্রবণ নক্ষত্রর ক্ষেত্রে শিল্পপতি, ধর্মীয় ও সামাজিক নেতা হিসেবে কেরিয়ার গড়ে তুলতে পারেন।
২৩. ধনিষ্ঠা নক্ষত্রর ক্ষেত্রে সেনায় কর্মরত থাকতে পারেন এই নক্ষত্রের জাতকরা। লোহা ক্রয়-বিক্রয়, আইন প্রণয়ণে ভূমিকা পালন করেন এঁরা।
২৪. শতভিষা নক্ষত্রর ক্ষেত্রে ডেয়ারি ব্যবসা, ইলেকট্রনিকের ব্যবসায় সাফল্য অর্জন করতে পারেন জাতকরা।
২৫. পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতকরা মহান ধর্মীয় নেতা, শিক্ষক হন। শিক্ষাবিভাগ বা মিডিয়া অথবা ফিল্মের পৃথক ক্ষেত্রে কাজ করে যান এঁরা।
২৬. উত্তরা ভাদ্রপদ নক্ষত্রর ক্ষেত্রে স্যাঁকরা, আধিকারিক, শিক্ষক, আইনজীবী, শিল্পী হিসেবে সুনাম অর্জন করেন জাতকরা।
২৭. রেবতী নক্ষত্রর জাতককে সৌন্দর্যের আশীর্বাদ দেয় রেবতী নক্ষত্র। আঁতর ব্যবসা, মণি ব্যবসা, অভিনেতা হিসেবে কেরিয়ার গড়ে তুলতে পারেন।
আরো পড়ুন :- জন্ম ছকে নক্ষত্র বিচার করে পেশা নির্বাচন করুন , পাবেন সাফল্য ! দেখুন পর্ব -১
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )