জমির জবর দখল নিয়ে IB-র ওয়াকফ রিপোর্টে বিদ্ধ ফিরহাদ, জানুন তালিকায় আর কোন তৃণমূল নেতা ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- ওয়াকফ সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। একই অভিযোগে বিদ্ধ তৃণমূল কংগ্রেসের আরও বেশ কয়েকজন নেতানেত্রীও। এবিষয়ে অমিত শা’র মন্ত্রকে রিপোর্ট পাঠিয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)।

রিপোর্টে বলা হয়েছে, মহাবীরতলা মসজিদ থেকে আলিপুর পর্যন্ত বিস্তৃত জোহুরা বিবি ওয়াকফ এস্টেটের ৩৫ বিঘা জমির মধ্যে ফিরহাদ ৫ বিঘার বেশি জমি জবরদখল করেছেন। অন্যদিকে, কলকাতা পুরনিগমের ৬৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শাম্মি জাহান হাজরা রোডে টিপু সুলতান গোরস্থানে জমি দখল করে রেখেছেন। এর পাশাপাশি তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক তালবাগান রোডে ওয়াকফের ২২ কাঠা জমি দখল করেছেন বলে আইবি রিপোর্টে দাবি করা হয়েছে।

আরও পড়ুন:- একবার রিচার্জে চলবে পাঁচটি সিম। ধামাকাদার প্ল্যান আনলো এই কোম্পানি

যদিও ফিরহাদ এবং শাম্মি- দুজনেই অভিযোগ অস্বীকার করেছেন। কলকাতার মেয়র বলেছেন, ‘ভিত্তিহীন অভিযোগ।’ ওই রিপোর্ট তৈরির নেপথ্যে ‘রাজনৈতিক অভিসন্ধি’ রয়েছে বলে তাঁর দাবি। ফিরহাদের কথায়, ‘এর আগে ইডি, সিবিআইকে দিয়ে হেনস্তা করানোর চেষ্টা করেছে। তাতে লাভ হয়নি। এখন ফের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে হেনস্তা করানোর চেষ্টা করছে।’ অন্যদিকে, নাদিমুলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইবি সূত্রের খবর, সংসদে ওয়াকফ বিল নিয়ে আলোচনা শুরুর আগেই ওই রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছিল।

আরও পড়ুন:- চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন:- প্রতিমাসে ফ্রিতে রেশন পেতে চান? তার জন্য কি করতে হবে? এক ক্লিকে জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন