জমির পর্চা/খতিয়ানের জন্য অনলাইন আবেদন ও ডাউনলোড পদ্ধতি , সহজে দেখুন !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : জমির পর্চা বা খতিয়ান (ROR) জমির একটি গুরুত্বপূর্ণ নথি। যেখানে জমির পরিমাণ থেকে শুরু করে জমির মালিকের নাম, দাগ নং, জমির অবস্থান ইত্যাদি তথ্য উল্লেখ থাকে। আর আপনি এখন সহজেই অনলাইন থেকেই ROR/খতিয়ান ডাউনলোড করতে পারবেন। এরজন্য আপনাকে ভূমি অফিসে যেতে হবে না।

নূন্যতম ২০ টাকা খরচ করে আপনি বাংলার ভূমি পোর্টাল থেকে অনলাইন জমির পরচা বা খতিয়ান ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে দেখে নিন আজকের প্রতিবেদনে, কিভাবে জমির পর্চা বা খতিয়ান অনলাইন ডাউনলোড করবেন।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু SIR ? দেখুন বিস্তারিত

জমির পর্চা বা খতিয়ান (ROR) অনলাইন আবেদন পদ্ধতি / Jomir Khatian West Bengal Online Apply

১) সর্বপ্রথম আপনাকে Banglarbhumi – র অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি আপনি আসতে পারবেন।

২) এরপর Sign Up এ ক্লিক করে – নাম, অভিভাবক নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড ইত্যাদি উল্লেখ করে রেজিষ্ট্রেশন করুন।

৩) রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে, Sign In এ ক্লিক করে – রেজিস্ট্রার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড উল্লেখ করে এবং OTP ভেরিফিকেশন করে লগইন করুন।

৪) এরপর Banglarbhumi – এর Dashboard চলে আসবে। এখানে থাকা Citizen Service এ ক্লিক করে Service Delivery লেখার উপরে চাপ দিন।

৫) এরপর ROR Request এ ক্লিক করুন। আপনার সামনে আবেদন ফর্মটি চলে আসবে।

৬) এখন আপনার জমিটি কোন জেলার, কোন ব্লকের ও কোন মৌজার অন্তর্ভুক্ত তা (ঠিকানা) সিলেক্ট করুন। এরপর নিচে যে খতিয়ান ডাউনলোড করতে চাচ্ছেন, সেই খতিয়ান নাম্বার উল্লেখ করুন।

৭) এরপর নিচে, জমির মালিকের নাম, অভিভাবক নাম ও ঠিকানা ও ক্যাপচার কোড উল্লেখ করে Calculate Fee তে ক্লিক করুন।

৮) আপনার সামনে ROR – আবেদন নং চলে আসবে, যা খতিয়ান ডাউনলোডে দরকার পরবে। এরপর কত পেজের খতিয়ান বের হবে, তা দেখতে পারবেন ও কত টাকা তা চলে আসবে।

৯) এরপর কোন মাধ্যমে পেমেন্ট করতে ইচ্ছুক, তা সিলেক্ট করে অনলাইন পেমেন্ট সম্পন্ন করুন।

১০) এরপর আপনার সামনে GRN নাম্বার ও ROR/Application নাম্বার চলে আসবে, যা দিয়ে খতিয়ান ডাউনলোড করতে হবে।

জমির পরচা বা খতিয়ান ডাউনলোড পদ্ধতি দেখুন / Jomir Khatian Download West Bengal / Jomir Porcha Kivabe Download Korbo

১) প্রথমে Banglarbhumi অফিসিয়াল পোর্টালে আসুন। এছাড়াও নিচে উল্লেখিত লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।

২) এরপর রেজিস্ট্রার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড উল্লেখ করে লগইন করুন।

৩) এরপর Citizen Service এ ক্লিক করে GRN Search এ ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে Request Type থেকে ROR সিলেক্ট করুন।

৫) এরপর GRN নাম্বার ও Application নাম্বার (ROR) উল্লেখ করুন এবং ক্যাপচার কোর্ড উল্লেখ করে সার্চে ক্লিক করুন।

৬) ভূমি অফিস থেকে খতিয়ান এপ্রুভ করে দিলে, আপনি এবার এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন।

৭) খতিয়ান/পর্চা ডাউনলোড করে দেখে নিন, আপনার খতিয়ানটি।

আরও পড়ুন : জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে ?

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন