Bangla News Dunia, Pallab : জমির কিংবা বাড়ির দলিলের কপি এখন পাবেন অনলাইনে। অফিসে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে কিংবা দালালের চক্করে পরে হাজার হাজার টাকা খরচ করার দিন শেষ। রাজ্য সরকারের নতুন উদ্যোগ এখন অনলাইনে দেওয়া হবে দলিলের সার্টিফায়েড কপি। খরচ হবে শুধুমাত্র 100 থেকে 200 টাকা। আর তা তোলার জন্য হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছিলো এক শ্রেনীর দালাল।
এতদিন অনলাইনে জমি কিংবা বাড়ির দলিলের কপি পাওয়া যেতো 2007 সাল থেকে। এবার থেকে আবেদনকারীরা 1985 সাল থেকে রেজিস্ট্রি হওয়া জমির দলিলের কপি পাবেন অনলাইনে। আর তা সহজেই আবেদন করতে পারবে আম জনতা অনলাইনেই। আর অনলাইন থেকেই সহজেই আবেদনকারীরা তাদের প্রয়োজনীয় দলিল ডাউনলোড করে নিতে পারবেন।
আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন
সরকার জমি-বাড়ির পুরনো নথি অর্থাৎ দলিল ডিজিটাইজ করার কাজ প্রায় শেষ করেছে। 1985 থেকে 2015 সালের মধ্যে হওয়া তিন কোটি দলিল ডিজিটাল আকারে সংরক্ষণ করা হয়েছে এবং নির্দিষ্ট পোর্টালে আপলোড করা হয়েছে।
এছাড়াও, 1965 সাল পর্যন্ত হওয়া দলিলগুলোর ডিজিটাইজেশন প্রক্রিয়া চলমান রয়েছে। ধাপে ধাপে সেগুলিও অনলাইনে যুক্ত করা হবে, যাতে জনগণ সহজেই তাদের প্রয়োজনীয় দলিল সংগ্রহ করতে পারেন। অনলাইনে ই ডিসট্রিক্ট পোর্টাল থেকে সহজেই মিলবে বাড়ি ও জমির দলিল। এছাড়াও নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র থেকে আবেদন করতে পারবেন, যদি আপনি অনলাইনে নিজে থেকে আবেদন করতে না পারেন। তবে নিচের ধাপ গুলো ফলো করে সহজেই আবেদন ও ডাউনলোড করতে পারবেন দলিল
জমি কিংবা বাড়ির দলিল অনলাইনে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবেঃ-
১) যে দলিল ডাউনলোড করবেন, তার Deed Number এর দরকার পরবে।
২) এরপর Registration Office এর নাম।
৩) আর দরকার পরবে Year of Registration অর্থাৎ কবে রেজিস্ট্রেশন সালটি।
আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস
এখন আপনার কাছে যদি দলিল ডাউনলোড করার জন্য এই Deed Number, Registration Office নাম ও Year of Registration অর্থাৎ সাল। এই সব কিছু মনে না থাকে, তবে তা আপনি সহজেই অনলাইন থেকে বের করতে পারবেন। নিচের ধাপ গুলো ফলো করে Deed Number, অফিস নাম ও সাল বের করুন ও লিখে রাখুন।
জমির দলিলের Deed No কিভাবে বের করবেন দেখুন / West Bengal Registration Deed Number Search By Name:-
1) প্রথমে আপনাকে ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন এন্ড স্ট্যাম্প রেভিনিউ, ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
2) এরপর Searching for Deed এ ক্লিক করুন।
3) পরবর্তী পেজে By Seller/Buyer/Party Name এ ক্লিক করুন।
4) এরপর যার জমির দলিল ডাউনলোড করতে চাচ্ছেন, তার নাম, কত সালে রেজিস্ট্রেশন করেছেন সেই সালটি ও জেলার নাম উল্লেখ করে, নিচে থাকা ক্যাপচার কোর্ড উল্লেখ করে ডিসপ্লেতে ক্লিক করুন।
5) এরপর আপনার সামনে নিচে Deed ডিটেইলস থেকে রেজিস্ট্রেশন অফিস ও সাল ইত্যাদি চলে আসবে। এরপর তা লিখে রাখুন।