জমি থাকলে কেন্দ্রের ৫ প্রকল্প! পাবেন মোটা টাকা সঙ্গে বহু সুবিধাও – Central Government Scheme

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Central Government Scheme: ভারতবর্ষ কৃষি ভিত্তিক দেশ, দেশের বেশিরভাগ মানুষ কৃষি কাজের সঙ্গে যুক্ত। কিন্তু স্বাধীনতার পরবর্তী সময় থেকে কৃষকদের অবস্থা ক্রমে অবনতির দিকে ধাবিত হচ্ছে। বর্তমানে কৃষকেরা কৃষিকাজ ছেড়ে দিয়ে অন্যান্য পেশার সঙ্গে যুক্ত হচ্ছে। এই কৃষকেরা আমাদের অন্নদাতা। এদের উৎপাদ্য শস্য খেয়ে আমরা বেঁচে থাকি। তাই কৃষকদের ভালো-মন্দ দেখার দায়িত্ব সরকারের রয়েছে। তাই কৃষকদের উন্নতির স্বার্থে ভারত সরকার একাধিক নতুন প্রকল্পের সূচনা করে থাকেন। ‌

বর্তমানে ভারত সরকার এমনই পাঁচটি কৃষক কল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন। আজকের প্রতিবেদনে একে একে এই পাঁচটি প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করবো। তাই আপনি একজন কৃষক পরিবারের সদস্য হয়ে থাকলে প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারত সরকারের এই প্রকল্প গুলিতে যারা এখনো আবেদন করেননি তারা বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন এবং প্রকল্পের সুবিধা গ্রহণ করুন।

সম্পর্কিত পোস্ট

PNB, SBI ও BOB ব্যাংকের বিরাট পদক্ষেপ! একাউন্ট থাকলে অবশ্যই দেখুন, পড়বে বিরাট প্রভাব – Bank New Rule 2025

১. প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি (PM-KISAN) যোজনা:

প্রধানমন্ত্রী কৃষক সম্মানীতির যোজনা ২০১৮ সালে ভারত সরকার চালু করেন। কৃষকদের উন্নয়নের স্বার্থে এটি ভারত সরকারের বড় পদক্ষেপ গুলির মধ্যে অন্যতম। এই প্রকল্পের মাধ্যমে বার্ষিক ৬০০০ টাকা একাউন্টে সরাসরি ভারত সরকার প্রদান করে। ‌ মূলত তিন কিস্তিতে কৃষকদের ২ হাজার টাকা করে প্রদান করা হয়। বর্তমানে ভারতবর্ষের মোট ১১ কোটি কৃষক এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন।

২. কৃষি উড়ান যোজনা (Kisan Udan Yojana):

২০২০ সালে কৃষক কল্যাণের উদ্দেশ্যে ভারত সরকারের অন্যতম একটি প্রকল্প হল কৃষি উড়ান যোজনা। এর মূল উদ্দেশ্য হলো দ্রুত পচনশীল কৃষি পণ্য বাজারজাত করা। UDAN স্কিমের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের ৫৮টি বিমানবন্দর থেকে কৃষিপণ্য পরিবহনের সুযোগ প্রদান করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষি পণ্য দ্রুত বাজারজাত করার জন্য বিমানবন্দরের সুবিধা প্রদান করা হয়। দুর্গম পরিবহন যুক্ত অঞ্চলে এই প্রকল্প বিশেষ সহায়ক। এর ফলে কৃষি পণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব। ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা কম।

৩. প্রধানমন্ত্রী কৃষক মানধন যোজনা (PM-KMY):

প্রধানমন্ত্রী কৃষক মানধন যোজনাটি কৃষকদের পেনশন যোজনা। যেখানে কৃষকদের বাধ্যক্যকালীন পেনশন প্রদান করা হয়। ১৮ থেকে ৪০ বছর বয়সের কৃষকরা প্রকল্পে আবেদন জানাতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা ন্যূনতম মাসিক ৫৫ টাকা থেকে ২০০ টাকা পেনশন খাতে জমা করতে হয়। ভারত সরকার সমপরিমাণ টাকা যোগ করে এবং পরবর্তীকালে আবেদনকারীর যখন ৬০ বছর অতি ক্রম করবে তখন উক্ত কৃষকদের মাসিক ৩০০০ টাকা পেনশন প্রদান করা হয়। তাই কৃষকদের অবসরকালীন সময় আর্থিকভাবে স্বাবলমে করে তোলার লক্ষ্যে এই প্রকল্পটি বেশ জনপ্রিয়।

৪. প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনা (PMKSY):

কৃষকদের চাষ আবাদে প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনার বিশেষ সহায়ক। কারণ এই প্রকল্পের মাধ্যমে শুষ্ক অঞ্চলে জল সেচের সু বন্দোবস্ত করা হয়েছে। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে জল সংরক্ষণ, খাল সংস্কার ও জলাশয় তৈরির মতো কার্যক্রম করা হয়। যে সমস্ত জমিতে পর্যাপ্ত পরিমাণে জল থাকে না যারা Micro-irrigation সিস্টেম সঙ্গে যুক্ত হতে চান তাদের জন্য এই প্রকল্পটি উত্তম।

৫. প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা (PM-DhanDhan Yojana):

ভারত সরকারের সাম্প্রতিক 2025 সালে জনপ্রিয় প্রকল্পটি হল প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। এই প্রকল্পের মাধ্যমে দেশের ১০০টি পিছিয়ে থাকা অঞ্চলের জন্য আধুনিক বীজ, প্রযুক্তিগত প্রশিক্ষণ, সংরক্ষণ ব্যবস্থা ও সরাসরি বিপণন সুবিধা সহ ফ্রীতে প্রদান করা হয়। যার ফলে কৃষকেরা বিশেষ সহায়ক হবে।

আবেদন পদ্ধতি:

প্রকল্প গুলিতে আবেদন করতে চাইলে নিকটবর্তী কৃষি দপ্তর অথবা অফিসিয়াল ওয়েবসাইটে সাহায্য নিন। আবেদনের জন্য আপনাদের নামে বৈধ জমি কাগজ থাকতে হবে। এছাড়াও জমির দলিল, আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ইত্যাদি প্রয়োজন রয়েছে।

বর্তমানে ভারতীয় কৃষকদের অবস্থা বেশ খারাপ। কৃষি কাজে রাসায়নিক সার থেকে শুরু করে সমস্ত যন্ত্রপাতির মূল্যবৃদ্ধি পেয়েছে। কৃষকেরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে, তাই অনেকে কৃষিকাজ ছেড়ে দিয়ে অন্যান্য পেশার সঙ্গে নিযুক্ত হতে চাইছেন। এই সকল সমস্যার কথা মাথায় রেখে ভারত সরকার কৃষকদের সহায়তার জন্য এই প্রকল্পগুলি শুরু করেছেন। এই প্রকল্প গুলি কৃষকদের বেশি না হলেও কিছুটা আর্থিক সহায়তা পাশাপাশি একটি দীর্ঘমেয়াদি নিরাপত্তা, আধুনিকীকরণ এবং আত্মনির্ভরতার রোডম্যাপও তৈরি করতে সহায়তা করে। আপনি একজন কৃষক হয়ে থাকলে উল্লেখিত প্রকল্প গুলির সুবিধা পেতে পারেন।

আরও পড়ুন

মাত্র একটি কোর্স করলে মাসিক আয় ৫১,০০০ টাকা – দেখুন বিস্তারিত – Data Analytic Income Source

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন