Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আজ, ১৮ এপ্রিল ২০২৫ JEE Main 2025 সেশনের দ্বিতীয় পর্বের রেজাল্ট। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এই ফলাফল প্রকাশ করবে অফিসিয়াল ওয়েবসাইটে – jeemain.nta.nic.in। বহু মাসের প্রস্তুতি, পরিশ্রম ও টেনশনের পর আজ জয়েন্টের পার্সেন্টাইল, অল ইন্ডিয়া র্যাঙ্ক (AIR) এবং JEE Advanced 2025-এর এলিজিবিলিটি -সব জানতে পারবেন পরীক্ষার্থীরা।
JEE Main 2025: এক নজরে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য
-
ফল প্রকাশের তারিখ: ১৮ এপ্রিল ২০২৫
-
ওয়েবসাইট: jeemain.nta.nic.in
-
পেপার ১ (B.E./B.Tech): ২, ৩, ৪, ৭, ৮ এপ্রিল ২০২৫
-
পেপার ২ (B.Arch & B.Planning): ৯ এপ্রিল ২০২৫
-
শিফট টাইমিং: সকাল ৯টা থেকে ১২টা ও বিকেল ৩টে থেকে ৬টা
আরও পড়ুন:- কাজ করতে পারবেন চাকরিহারা শিক্ষকরা, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।
কীভাবে রেজাল্ট চেক করবেন:
১. অফিসিয়াল ওয়েবসাইটে যান – jeemain.nta.nic.in
২. ‘JEE Main 2025 Session 2 Result’ লিঙ্কে ক্লিক করুন
৩. অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিন
৪. ডিটেইলস সাবমিট করুন
৫. স্কোরকার্ড স্ক্রিনে এসে যাবে
৬. ডাউনলোড ও প্রিন্ট করে রাখুন
JEE Main 2025 খুব গুরুত্বপূর্ণ
JEE Main 2025 ভারতের অন্যতম প্রতিযোগিতামূলক পরীক্ষা। জানুয়ারি ও এপ্রিল দুই সেশনে মিলিয়ে প্রায় ১০ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী অংশ নিয়েছেন। দ্বিতীয় সেশনের ফল বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ অনেকে তাঁদের আগের স্কোর বাড়াতে বা JEE Advanced-এর জন্য যোগ্যতা অর্জনের চেষ্টা করেছেন। এই ফলাফলের ভিত্তিতেই নির্ধারিত হবে NIT, IIIT ও GFTI-তে ভর্তি হওয়ার সুযোগ।
NTA জানিয়েছে, প্রতিটি পরীক্ষার দিন কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা হয়েছে দুই শিফটে। Paper 1 এবং Paper 2 অনুযায়ী নির্দিষ্ট দিনে পরীক্ষা নেওয়া হয়েছে। এবার স্কোরকার্ডে থাকছে বিষয়ভিত্তিক নম্বর, মোট পার্সেন্টাইল ও AIR।
পরের স্টেপটাও জেনে রাখুন
ফলাফল দেখে যদি কেউ JEE Advanced 2025-এ যোগ্য হন, তবে তাঁরা শীঘ্রই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য প্রস্তুতি নিতে পারবেন। IIT-তে প্রবেশের প্রথম ধাপ এই ফলাফল। তাই আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত ইঞ্জিনিয়ারিং-প্রত্যাশীর কাছে।
আরও পড়ুন:- ৫০ ডিগ্রি গরমেও ট্যাঙ্কের জল ঠান্ডা থাকবে, নতুন টেকনিকটা জানুন