Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গ সরকারের জয় বাংলা প্রকল্পে প্রতিমাসে ১০০০ টাকা পেনশন দেওয়া হবে। রাজ্য সরকারের তরফে নাগরিকদের কথা মাথায় রেখে এক নতুন প্রকল্পের সূচনা করা হল। ২০১১ সালে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে রাজ্যের সকল বর্গের মানুষদের জন্য নানা ধরণের প্রকল্প নিয়ে হাজির হয়েছে। এই সকলের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী অন্যতম।
জয় বাংলা পেনশন স্কিম ২০২৫
কিন্তু আজকে জয় বাংলা পেনশন স্কিম নিয়ে আপনাদের জানাবো সেখানে বিনা পরিশ্রমে প্রতিমাসে পেনশনের টাকা দেওয়া হয় এবং এই প্রকল্পে সকল নারী পুরুষ সকলেই আবেদন যোগ্য। বাকি সকল প্রকল্পের মতোই এই স্কিমেও আর্থিক সাহায্য করা হবে সকল মানুষদের। ১২ ই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট ঘোষণা করা হয়েছিল সরকারের তরফে, আর এই বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ ৪% বৃদ্ধি করা হলেও।
আরও পড়ুন:- কাজ করতে পারবেন চাকরিহারা শিক্ষকরা, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Jai Bangla Pension Scheme 2025
এই সকল প্রকল্প গুলো নিয়ে তেমন কোন ঘোষণা করা হয়নি, সেই জন্য অনেকেই খুবই দুঃখিত হয়েছেন। তারা ভেবেছিলেন কিছু টাকা ভাতা হয়তো বৃদ্ধি করা হবে এবারে। কিন্তু আগামী বছর ২০২৬ সালের রাজ্যে বিধানসভা ভোট এবং এই ভোটের আগে কোন না কোন বড় ঘোষণা ফের হওয়ার সম্ভাবনা রয়েছে সরকারের তরফে এমনটা মনে করছেন অনেকেই।
Jai Bangla Pension Scheme Status Check
আর এই কারণের জন্য অনেকেই মন করছেন যে এই সকল জনপ্রিয় প্রকল্প গুলোর টাকা আরও বৃদ্ধি করা হবে। বেশির ভাগ প্রকল্পের আর্থিক সাহায্য বা ভাতা দেওয়া হয়। যেই টাকা ব্যবহার করার মাধ্যমে অনেকেই নানা ভাবে নিজেদের ইচ্ছা পুরন করতে পারছে ও সমাজের মূল স্রোতে ফিরে এসেছে এবং সমাজের সকল বর্গের মানুষদের জন্য নানা ধরণের প্রকল্প নিয়ে আসা হয়েছে।
Jai Bangla Pension Scheme Form Fill Up
জয় বাংলা প্রকল্পে ৬০ বছর বয়সের পর মানুষেরা ১০০০ টাকা করে মাসিক পেনশন পেয়ে যাবে সরকারের তরফে বিনা পরিশ্রমে (Old Age Pension). বৃদ্ধ বা বৃদ্ধা ভাতার সঙ্গে সঙ্গে তফসিলি জাতি বা উপজাতির মানুষদের জন্য এই প্রকল্প নিয়ে আসা হয়েছে। আর সাধারণ ক্যাটেগরির মানুষদের জন্য বার্ধক্য ভাতার মাধ্যমে ১০০০ টাকা দেওয়া হবে।
Government of West Bengal Jai Bangla Pension Scheme
মুলত এই আবেদন করার জন্য সকলের কাছে বিপিএল রেশন কার্ড থাকতে হবে বা দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের জন্য এই স্কিম এবং এই কার্ড না থাকলে আবেদন করা যাবে না। আর এই আবেদন করার জন্য সকলকে দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে এবং সেখান থেকে ফর্ম নিয়ে সকল ডকুমেন্ট নেওয়ার মাধ্যমে এই কাজ করতে হবে। আর এখনও যারা করেনি, তাদের আগামী দুয়ারে সরকার ক্যাম্প পর্যন্ত অপেক্ষা করতে হবে বা BDO, SDO অফিসে গিয়ে এই কাজ করার চেষ্টা করতে পারা যাবে।
আরও পড়ুন:- ৫০ ডিগ্রি গরমেও ট্যাঙ্কের জল ঠান্ডা থাকবে, নতুন টেকনিকটা জানুন