Bangla News Dunia, Pallab : ভুল তথ্য, গুজব এবং উসকানিমূলক মন্তব্য নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার ঢাকার সেনানিবাসে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব বিষয় তুলে ধরেন তিনি। সেনা জওয়ান ও আধিকারিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘তাঁদের আত্মত্যাগ ভোলা যাবে না।’
আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ
বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করা হতে পারে বলে কয়েকদিন ধরেই গুজব চলছে। এনিয়ে লেখাও হচ্ছে দেশবিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে। গতকাল সেনাপ্রধান সেই গুজব উড়িয়ে দেন ও কোনওরকম গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন দেশবাসীকে। সকলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
কয়েক দিন আগেই বাংলাদেশের নয়া দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা সেনাবাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন, আওয়ামি লিগের স্বচ্ছ ভাবমূর্তির কয়েক জন নেতাকে বাংলাদেশের রাজনীতিতে ফেরাতে চাপ দিচ্ছে সেনা। তার পর সেনাপ্রধানের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন