Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কার্বোনেশিয়াস মিটোরাইট বা উল্কাপিণ্ড থেকে প্রাণের সন্ধান করছে জিএসআই বা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া । মুর্শিদাবাদ জেলার জলঙ্গির সরকার পাড়া থেকে এই মিটোরাইটটি সংগ্রহ করা হয় । 2012 সালের 8 জুলাই ভোর 5টা 15 মিনিটে উল্কাপাতের ফলে এই মিটোরাইটটি পাওয়া যায় । শুধু জিএসআই নয়, নাসার বিজ্ঞানীরাও একই ধরনের গবেষণা চালাচ্ছেন ।
জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সংগ্রহশালাতে এখনও পর্যন্ত 643 রকম মিটোরাইট রয়েছে । সেগুলো বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছে । কিন্তু, উল্কাপাতের কারণে মহাকাশ থেকে পড়া উল্কাপিণ্ড, যা উদ্ধার হয়েছে এ রাজ্যে, তা থেকে প্রাণের হদিশ চালাচ্ছেন বিজ্ঞানীরা । জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মিটোরাইট সংগ্রহশালার 454 নম্বরের মিটোরাইটটি এখন জিএসআই গবেষকদের কাছে অন্যমাত্রা পেয়েছে । কারণ, এটি কার্বোনেশিয়াস ।
জিএসআইয়ের মিটোরাইট বিভাগের ডিরেক্টর বিজ্ঞানী অমিত মণ্ডলের কথায়, “কার্বন মানেই প্রাণ । ফলে, এই কার্বোনেশিয়াস উল্কাপিণ্ড প্রাণের সঙ্গে সংযোগ আছে কি না, তা খোঁজ চালানো হচ্ছে । যেমন আমরা গবেষণা করছি একই রকম ভাবে নাসার প্রতিনিধিরাও কিন্তু গবেষণা চালিয়ে যাচ্ছেন । আশা করছি, এ বিষয়ে আমরা খুব শীঘ্রই তথ্য দিতে সক্ষম হব ।”
আরও পড়ুন:- কলকাতার সব জলাশয় নিয়ে দারুন সিদ্ধান্ত পুরনিগমের, বিস্তারিত জানুন
জিএসআই-এর সংগ্রহশালায় থাকা উল্কাপিণ্ড
জিএসআই ডিরেক্টর জেনারেল অসিত সাহা বলেন, “আমাদের সংগ্রহশালাতে থাকা মিটোরাইটগুলো শুধুমাত্র আমাদের রাজ্য বা দেশের নয় । ভিনরাজ্য কিংবা ভিনদেশের থেকেও সংগ্রহ করা হয়েছে । বিভিন্ন আইনি ও বৈজ্ঞানিক চুক্তি মেনেই এগুলো সংগ্রহ করা হয় । ঠিক তেমনই যে সমস্ত জায়গায় উল্কাপাত হয়, সেখানকার স্থানীয় মানুষদের থেকে এগুলো সংগ্রহ করা হয় । দেশের মধ্যে শুধুমাত্র জিএসআইয়ের কেন্দ্রীয় অফিস কলকাতাতেই এই উল্কাপিণ্ডের সংগ্রহশালা আছে । আর অন্য কারও কাছে উল্কাপিণ্ড থাকার কথা নয় । কারণ, এগুলো আইনত রাখা অপরাধ ।”
জিএসআই-এর সংগ্রহশালায় থাকা উল্কাপিণ্ড
কিন্তু অনেকেই নিজেদের শখ বা অবৈধ কারবার এর জন্য এই মিটোরাইট সংগ্রহ করে থাকেন । একই রকমভাবে বহু ক্ষেত্রে বিজ্ঞানীদের নানারকম সমস্যার মধ্যে পড়তে হয় । জিএসআই-এর ডিরেক্টর অসিত সাহার কথায়, “অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে সাধারণ মানুষ কোনও নির্দিষ্ট পাথর বা খনিজ নিয়ে এসে উল্কাপিণ্ড বলে দাবি করেন । অথচ সেটা উল্কাপিণ্ড নয় । কিন্তু সেই দাবির ভিত্তিতে সেগুলি পরীক্ষা-নিরীক্ষা করতে হয় আমাদের ।”
ভিনদেশে উল্কাপিণ্ড কারবার হয়ে থাকে । অর্থাৎ কালাবাজারি তো বটেই অনলাইন মার্কেটিং-এও উল্কাপিণ্ড পাওয়া যায় । কিন্তু ভারতে উল্কাপিণ্ডের কারবার আইনত নিষিদ্ধ । কিন্তু অন্যান্য খনিজ বা অ্যান্টিক জিনিসের যেমন ব্লাক মার্কেটিং হয়, এ দেশেও বহু ক্ষেত্রে ব্ল্যাক মার্কেটিং দেখা যায় উল্কাপিণ্ড নিয়েও ।
আরও পড়ুন:- ইন্টারভিউর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নতুন করে কর্মী নিয়োগ চলছে! দেখে নিন আবেদন পদ্ধতি
আরও পড়ুন:- কসবা কাণ্ডের পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ, কি জানা গেলো ?