জলের দরে বিক্রি হচ্ছে স্কুটি ! রয়েছে একগুচ্ছ ফিচার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

ola electric scooter

Bangla News Dunia, Pallab : বর্তমানে তরুণ প্রজন্মের স্কুটির প্রতি আগ্রহ রয়েছেই। স্কুটির দাম (Scooty Price) তাই ঘোরাফেরা করে সেই চাহিদার কথা মাথায় রেখেই। মাঝেমধ্যেই কিছু কোম্পানির তরফে অফার দেওয়া হয়। স্কুটি কিনতে আগ্রহী যারা এই অফারের অপেক্ষাতেই থাকেন। ইতিমধ্যে, একটি নতুন স্কুটি এসেছে বাজারে। বলা হচ্ছে, জলের দরে এই স্কুটি বিক্রি হচ্ছে। তাই যারা এখনো অবধি স্কুটি কেনেননি এই অফার মিস করবেন না।

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

New Scooty Launched Scooty Price Update

একটি স্কুটি কিনতে যাওয়ার আগে প্রথমেই যে বিষয়গুলো খেয়াল রাখতে হয়, তা হল স্কুটিতে কি কি ফিচার রয়েছে। দ্বিতীয়তঃ, স্কুটির দাম সাধ্যের মধ্যে আছে নাকি। এছাড়া, উক্ত স্কুটিটি কতদিন চলতে পারে অর্থাৎ স্কুটির আয়ু সম্পর্কেও আগে থেকে ধারণা করে রাখা হয়।

ইতিমধ্যে বলা হচ্ছে যে স্কুটিটি বাজারে লঞ্চ হয়েছে তার মধ্যে আছে দুর্দান্ত সব ফিচার। যার প্রত্যেকটি অবশ্যই লোভনীয়। শুধু তাই নয়, স্কুটির যে দাম রাখা হল, সেটি তুলনামূলকভাবে অনেকটাই কম। অতএব, একবার এই স্কুটির ফিচারে চোখ বুলিয়ে নিতেই পারেন।

এই স্কুটিতে কি কি ফিচার রয়েছে? 

ইলেকট্রিক স্কুটির দুনিয়ায় কার্যত কামাল করছে Komaki X1. এই স্কুটিতে থাকছে ইন্সট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেকশন, অ্যান্টি থেফ্ট এলার্ম, ইউএসবি চার্জিং পোর্ট। এছাড়াও আছে, স্পিডোমিটার, ইকো, স্পোর্ট ও টার্বো ৩ রকমের রাইডিং মোড। আর মাল্টিপল সেন্সর। থাকছে ওডোমিটার, লক বাই রিমোট, রপেয়ার সুইচ ইত্যাদি। তবে এখানেই শেষ নয়, স্কুটিতে আছে, ২.২ kWh ক্যাপাসিটির Li-ion ব্যাটারি। পাচ্ছেন BLDC মোটর ৩ বছরের গ্যারান্টি সহ।

আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন