Big News : জল্পনাই সত্যি, এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করল কেন্দ্র

By Bangla News Dunia Dinesh

Published on:

modi and draupadi murmu

 

জল্পনা ছিলই। সেই জল্পনাকে সত্যি করে মণিপুরে (Manipur) রাষ্ট্রপতি শাসন (President’s Rule Imposed) জারি করল কেন্দ্রীয় সরকার। ৯ ফেব্রুয়ারি মণিপুরের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন বিজেপির বীরেন সিং (Biren Singh)। দিল্লিতে অমিত শায়ের সঙ্গে বৈঠক শেষে ইস্তফার কথা ঘোষণা করেন তিনি। তখন থেকেই জল্পনা চলছিল মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করার পথে হাঁটতে পারে কেন্দ্র। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির নাম উল্লেখ করে জানানো হয় যে ‘রাজ্যপালের তরফে পাঠানো রিপোর্ট ও অন্যান্য সূত্রে পাওয়া তথ্য খতিয়ে দেখে আমি নিশ্চিত হয়েছি যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যাতে রাজ্যে সংবিধান মোতাবেক সরকার চালানো সম্ভব হচ্ছে না। ’ তবে রাষ্ট্রপতি শাসন জারি করা হলেও বিধানসভা ভঙ্গ করা হয়নি। নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে বিধানসভা ডেকে নতুন মুখ্যমন্ত্রী বাছার পথ খোলা থাকছে।

সম্প্রতি কংগ্রেসের তরফে বিধানসভায় অনাস্থা আনার হুমকি দেওয়া হয়। তারপরই নড়েচড়ে বসে কেন্দ্র। কংগ্রেস অনাস্থা আনলে প্রস্তাবের পক্ষে বেশ কয়েকজন শাসক জোটের বিধায়ক ভোট দিতে পারেন বলে জল্পনা ছড়ায়। এরপরই দিল্লিতে অমিত শায়ের সঙ্গে বৈঠক শেষে রবিবার ইম্ফলে ফিরে পদত্যাগের কথা ঘোষণা করেন বীরেন সিং।

আরো পড়ুন :- ‘দেশের শ্রমিকরা কাজ করতে চায় না’, ফের বিতর্কিত মন্তব্য L&T প্রধানের

২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে ভয়ংকর জাতি হিংসা (Ethnic Violence) শুরু হয়। সেই আগুন এখনও নেভেনি। এই হিংসায় অন্তত ২৫০ জনের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সব কিছুর জন্যই বিরোধীদের সমালোচনার নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। বিভিন্ন সময় বিরোধীদের দাবি সত্ত্বেও হিংসা শুরুর প্রায় ২ বছর পর পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। পদত্যাগের পর ৪ দিন কেটে গেলেও নতুন করে কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরেনি বিজেপি। তাতেই রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা আরও জোরদার হয়। দলের অন্দরে শঙ্কা ছিল, নতুন করে কাউকে মুখ্যমন্ত্রী বাছা হলে শাসকজোটের সব বিধায়ক সঙ্গে থাকবে কিনা। রাজনৈতিক মহলের অনুমান, তাই ঝুঁকি না নিয়ে বিজেপি রাষ্ট্রপতি শাসনের পথেই হাঁটতে চেয়েছে। একবার রাষ্ট্রপতি শাসন জারি হলে রাজ্যের শাসন ক্ষমতা পুরোপুরি কেন্দ্রের উপর ন্যাস্ত হবে। সেক্ষেত্রে হিংসাজনিত পরিস্থিতি মোকাবিলাও কেন্দ্রের পক্ষে সহজ হবে বলেও মনে করা হচ্ছে।

 

আরো পড়ুন :- থাকছেন না ‘অপয়া’ আম্পায়ার ! ICC-র সিদ্ধান্তে চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়তি সুবিধা পাবে ভারত ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন