Bangla News Dunia, Pallab : মাধ্যমিকের ফলপ্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল। আগামী ৩০ এপ্রিল মাধ্যমিকের ফল প্রকাশ করতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষের ৬৮ দিনের মাথায় এই ফল প্রকাশ হতে চলেছে। তবে ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে। ফলে ওইদিন ফল প্রকাশ নিয়ে ক্ষীণ অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আরও পড়ুন : বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন
এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। আর পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। রাজ্যের মোট ২ হাজার ৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা।
গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি যায়। তাঁদের বেশিরভাগই মাধ্যমিক পরীক্ষার খাতা দেখছিলেন। চাকরি বাতিলের পরই প্রশ্ন উঠতে শুরু করে, সময়ে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা সম্ভব হবে তো? শিক্ষক মহলেও এই নিয়ে গুঞ্জন শুরু হয়।