জানুন কতদিন রিচার্জ না করলে সিম চালু থাকবে ? নয়া নিয়ম চালু করলো জিও ও এয়ারটেল

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকের মোবাইলে একটা না একটা জিও বা এয়ারটেলের (Jio And Airtel) প্রিপেইড সিম থাকে। কিন্তু ব্যস্ততার মাঝে আমরা অনেক সময় রিচার্জ করতে ভুলে যাই। ভাবি হয়তো দু-চারদিন রিচার্জ না করলে কোন সমস্যা হবে না। কিন্তু আপনি কি জানেন, কতদিন পর্যন্ত আপনার সিম রিচার্জ ছাড়া চালু থাকবে? হ্যাঁ, এই বিষয়ে নতুন নিয়ম চালু করেছে জিও এবং এয়ারটেল।

আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান

জিওর নতুন নিয়মে কী বলা হয়েছে? 

জানা যাচ্ছে, যদি আপনার জিও সিমের প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার পর রিচার্জ না করা হয়, তাহলে প্রথম সাত দিন পর আপনার আউটগোয়িং কল বন্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, চিন্তা করার কোনো কারণ নেই। ইনকামিং কল পরিষেবা ৯০ দিন পর্যন্ত সচল থাকবে। 

তবে জিও এখন অনেক বেশি কঠোর নিয়ম চালু করেছে। যদি ৯০ দিন পর্যন্ত আপনার ফোনে কোন রিচার্জ না করা হয়, তাহলে সরাসরি সেই নম্বর ব্লক করে দেওয়া হবে। আর জিও নিয়মিত এসএমএস পাঠিয়ে আগাম সতর্ক করে দিচ্ছে, যাতে গ্রাহকরা সময়মতো রিচার্জ করে নেয়।

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

এয়ারটেলের নয়া নিয়ম কী বলছে?

এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য এবার আলাদা কিছু নিয়ম নিয়ে এসেছে। হ্যাঁ, রিচার্জ শেষ হওয়ার পর প্রায় ১৫ দিন পর্যন্ত এবার আউটগোয়িং কল চালু থাকবে। তবে হ্যাঁ, ইনকামিং কল আসবে প্রায় ৬০ থেকে ৯০ দিন পর্যন্ত, যা নির্ভর করবে আপনার ব্যবহারের উপর।

কিন্তু জানা যাচ্ছে, যদি দীর্ঘদিন রিচার্জ না করেন, তাহলে সাত দিনের মধ্যেই এয়ারটেল আপনার নম্বরটিকে ব্লক করে দিতে পারে। আর এয়ারটেল এখনও নিয়মিত এসএমএস করে গ্রাহকদেরকে সতর্ক করে দিচ্ছে, যাতে কেউ রিচার্জ না করে সিম বন্ধের ঝুঁকিতে না পড়ে।

আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য

কেন এই পরিবর্তন?

আসলে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া কড়া নির্দেশ দিয়েছে। যার জেরে মোবাইল অপারেটররা নিষ্ক্রিয়ভাবে ফেলে রাখা সিম দ্রুত বন্ধ করতে চাইছে। আর এহ্ন আবহে অব্যবহৃত সিমের সংখ্যা কমানো হচ্ছে এবং নেটওয়ার্কের গুণগত মানকে আরও বাড়িয়ে তোলা হচ্ছে। আর একারণেই জিও বা এয়ারটেল সংস্থা চাইছে ৯০ দিনের মধ্যে অন্তত যেন একবার রিচার্জ করা হয়। 

সুতরাং ভবিষ্যতে বিপদ এড়াতে আগেভাগে রিচার্জ করুন এবং মাঝে মাঝে সিম ব্যবহার করুন। সিম বন্ধ থাকলে আবার নতুন করে নম্বর নিতে ঝামেলা তো পোহাতেই হবে, পাশাপাশি ওটিপি, ব্যাংকিং আপডেট, যোগাযোগের মাধ্যম হারানোর ঝুঁকি থেকে যাবে।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন