জানুন, কোন রাশির মানুষের কোন ধরণের কাজে সফলতার সম্বাভনা বেশি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- 

১. মেষ রাশি :-  শল্য চিকিৎসক, রাসায়নিক দ্রব্যের ব্যবসা এছাড়া পরিবর্তনশীল কাজ যেমন যেই সকল কাজে বুদ্ধি বা কৌশল প্রয়োগ করতে হয়। এছাড়া সাহসিকতার কাজ, পুলিশ, সেনাবাহিনী ইত্যাদি।

২. বৃষ রাশি :- এই রাশির জন্য যে কাজ পরিবর্তনশীল নয়, অর্থাৎ বাঁধাধরা নিয়মে চলে সেই কাজে সফলতা পাওয়ার সম্বাভনা খুবই বেশি। যেমন সরকারি দফতরের কাজ, কৃষি কাজ, স্থির বা ধীর ভাবে যে কাজ করা যায় সেই সমস্ত কাজ।  এছাড়া যেমন, গান, যন্ত্র সঙ্গীত, চিত্র শিল্পী, অভিনয় জগত ইত্যাদির কাজ।

আরো পড়ুন :- এই ৩ রাশির জাতকরা নিজের স্ত্রীকে অসীম ভালোবাসায় ভরিয়ে রাখেন

৩. মিথুন রাশি :-  এই রাশির জন্য ভ্রমণ সংক্রান্ত কাজে, শিক্ষা সংক্রান্ত, গণিতজ্ঞ, ইলেকট্রনিক্স, হিসাব রক্ষক, সাংবাদিক, এজেন্সি,  আইন এবং চুক্তি সংক্রান্ত কাজ।

৪. কর্কট রাশি :- এই রাশির জন্য জল সংক্রান্ত কর্ম যেমন – জাহাজে চাকরি, খাল, জলাশয়, কূপ নির্মাণ, খেলাধুলা, পরিবর্তনশীল কাজ, ভ্রমণ করতে হয় এমন কোনো কাজ।

 

 

৫. সিংহ রাশি :- এই রাশির জন্য পরিচালকের কাজ, গঠনমূলক কাজ, রাজ কর্ম বা সরকারী দপ্তরের সহিত সম্পর্কিত কোনো কাজ, রাজনীতি ইত্যাদি সফলতা এনে দিতে পারে।

৬. কন্যা রাশি :- এই রাশির জন্য ভ্রমণ সংক্রান্ত, যানবাহন, হিসাব সংক্রান্ত কাজ , সাংবাদিক, আইন সংক্রান্ত কাজ ইত্যাদি।

আরো পড়ুন :- দেড় বছর পর রাহুর রাশি পরিবর্তন ! সৌভাগ্যের দরজা খুলছে এই ৪ রাশির

৭. তুলা রাশি :- এই রাশির জন্য চিকিৎসক, প্রসাধন সামগ্রী সংক্রান্ত ব্যবসা, শিক্ষকতা, শিল্প (সমস্ত ধরনের শিল্প) সমাজ নীতি, রাষ্ট্রনীতি, আইনজ্ঞ, চাকরি বা ব্যবসা ইত্যাদি।

৮. বৃশ্চিক রাশি :- এই রাশির জন্য যে সমস্ত কাজে গোপনীয়তা অবলম্বন করতে হয়। যেমন – ঝুঁকিপূর্ণ কাজ যার সাথে বিপদ এবং মৃত্যু জড়িয়ে থাকে, ডিটেকটিভ, রাষ্ট্রদূত, সৈনিক ইত্যাদি।

 

 

৯. ধনু রাশি :- এই রাশির জন্য সমাজ নীতি, শিক্ষা বা উপদেশ দানের কাজ,  পূজারী, মন্ত্রী, স্বর্ণ ব্যবসা, গুরুগিরি, যে সমস্ত কর্মের সঙ্গে দেশের এবং দেশবাসীর উন্নয়ন জড়িয়ে রয়েছে সেই সমস্ত কাজে সফলতা পাওয়ার সম্বাভনা বেশি।

১০. মকর রাশি :- এই রাশির জন্য পরিশ্রম, বা গভীর মনোনিবেশ করতে হয় যে সমস্ত কর্মে, এছাড়া ধৈর্যের প্রয়োজন যে সমস্ত কাজে ব্যাবসায়। যেমন -গবেষণার কাজ, ব্যাঙ্কিং, সংগ্রহের কাজ, শেয়ার বাজার , মহাজনী, খনি সংক্রান্ত কাজ ইত্যাদি।

১১. কুম্ভ রাশি :- এই রাশির জন্য ব্যাঙ্কিং, যে সমস্ত কর্মে মৌলিকতা দেখানোর সুযোগ রয়েছে এবং যেই সকল কাজে অভিনবত্ব আছে। গবেষণা মূলক কাজ, পরিকল্পনার কাজ ইত্যাদি।

১২. মীন রাশি :- এই রাশির জন্য জলজ পদার্থ বা তরল সংক্রান্ত কর্ম বা ব্যবসা কলা বা শিল্পীর কাজ, রঙ্গমঞ্চ, যে সমস্ত কাজে হিসাব নিকাশ, পরিসংখ্যান , জল যাত্রা, বিমান,  সিনেমা, ইত্যাদি সম্মিলিত কাজ।

আরো পড়ুন :- ঘুমের মধ্যে এই স্বপ্নগুলি দেখে ভয়ে আঁতকে উঠছেন ? তবে সুসময় আসছে জীবনে

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন