Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- ঘুমের মধ্যে স্বপ্ন প্রায় সকলেই দেখে থাকেন। শাস্ত্র মতে বিশ্বাস করা হয় যে স্বপ্ন গুলি আমাদের জীবনের সাথে সম্পর্ক যুক্ত ও তার কিছু অর্থ রয়েছে। এমনিতেই মানুষ সারা দিন যা নিয়ে ভাবেন বা যা নিয়ে কাজ করেন সেই সম্বন্ধিত স্বপ্নই বেশিরভাগ দেখে থাকেন। জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করা হয় যে আপনি যদি স্বপ্নে আমলা , পেয়ারা , কলা এই সকল ফলের স্বপ্ন দেখেছেন তখন বুঝবেন আপনি শীঘ্রই কোনো বড় কাজ বা ব্যাবসায় সফলতা পেতে চলেছেন। চলুন দেখে নেওয়া যাক কোন স্বপ্ন গুলি জীবনে শুভ সময়ের ইঙ্গিত দিয়ে থাকে।
আরো পড়ুন :- রাশি পরিবর্তন করছে বুধ , জানুন কোন রাশির উপর তার প্রভাব পড়বে
১. আপনি যদি দেখেন স্বপ্নে আমলকি খাচ্ছেন তবে বুঝবেন হয়তো শীঘ্রই আপনার কোনো মনের ইচ্ছে পূরণ হতে চলেছে। আমলকির স্বপ্ন অত্যান্ত শুভ বলে মনে করা হয়।
২. আপনি যদি স্বপ্নে কলা দেখেন বা কলা খাচ্ছেন দেখেন তবে এটাকে অশুভ বলে বিবেচিত হয়। আপনি যদি বিবাহিত হন আর স্বপ্নে কলা দেখেন তবে বিবাহিত জীবনে অশান্তির আশঙ্কা রয়েছে।
৩. স্বপ্নে পেঁয়ারা খেতে দেখা অর্থ উপার্জনের লক্ষণ। তবে আপনি যদি স্বপ্নে পেঁয়ারা খাচ্ছেন বা পেঁয়ারা দেখেন তবে তা আপনার পক্ষে ভালো হবে।
৪. স্বপ্নে বাদাম খাওয়া একটি শুভ ইঙ্গিত দেয়। এতে মনে করা হয় আপনি সামনের দিকে কিছুটা সুখ অনুভব করবেন।
৫. স্বপ্নে আপেল দেখলে মনে করা হয় যে আপনি শীঘ্রই নতুন ব্যবসা শুরু করতে পারেন বা চাকরি পেতে পারেন।
আরো পড়ুন :- জ্যোতিষ মতে , বৈশাখ মাসে জন্মানো ব্যাক্তিরা কেমন হয় জানুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)