জানুন জ্যোতিষ মতে, কখন ব্যবসা শুরু করলে জীবনে প্রতিষ্ঠা পাওয়া সম্বভ

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- মানুষের জীবিকা বিভিন্ন ধরনের হয়। কেউ চাকরি করেন আবার কেউ ব্যবসা। ব্যবসা হলো এক ধরনের স্বনির্ভর পেশা। দোকান করে ও ব্যবসা করা যায় আবার দোকান ছাড়াও ব্যবসা করা যায়। যাই হোক, প্রতিটি মানুষের মূল লক্ষ্য থাকে ব্যবসা প্রতিষ্ঠা করা এবং ব্যাবসার শ্রীবৃদ্ধি ঘটানো। প্রতিটি মানুষই ব্যবসায় প্রতিষ্ঠা এবং শ্রীবৃদ্ধির কামনা নিয়েই ব্যাবসা শুরু করেন। কিন্তু সবসময় তা হয় না।

মানুষের সব ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠিত পায় না। ব্যবসা শুরু করলে ব্যবসা ঠিক চলছে না, আয় ঠিক হচ্ছে না, ধার বেড়া চলেছে ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই ধরনের সমস্যার অনেক কারণ থাকতে পারে যার কিছু কারণ পেলেও কিছু পাওয়া যায় না। অনেক কারণের মধ্যে একটি হল সঠিক সময় যেমন বার, তিথি, নক্ষত্র অনুযায়ী ব্যবসা শুরু করা বা না করা।

আরো পড়ুন :- ব্যাবসায় কি মন্দা ? উন্নতির জন্য এই খুব সহজ টোটকা গুলি পালন করুন

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী  বার, তিথি, নক্ষত্র ইত্যাদির গুরুত্ব অনেক। সঠিক সময়মতো পঞ্চাঙ্গ মেনে ব্যবসা শুরু করলে ব্যবসায় প্রতিষ্ঠা এবং শ্রীবৃদ্ধির পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

 

 

বার :-  বুধ, বৃহস্পতি এবং শুক্রবার ব্যবসা শুরু করার শুভ বার।

তিথি :-  দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, দশমী, একাদশী এবং ত্রয়োদশী তিথি ব্যবসা শুরু করার জন্য শুভ।

নক্ষত্র :-   উত্তরফাল্গুনী, হস্তা, পুষ্যা, চিত্রা, উত্তর আষাঢ়, উত্তরভাদ্রপদ নক্ষত্র ব্যবসা  শুরু করার ক্ষেত্রে শুভ।

লগ্ন যখন স্থির লগ্নে যেমন বৃষ, সিংহ, বৃশ্চিক এবং কুম্ভ লগ্নে তখন ব্যবসা শুরুর ক্ষেত্রে শুভ। চন্দ্রের অবস্থান যখন কন্যা, বৃশ্চিক এবং মীন রাশিতে, তখন ব্যবসা শুরু করার জন্য সময় শুভ সময় নয়। ব্যবসার সুপ্রতিষ্ঠা এবং শ্রীবৃদ্ধির ক্ষেত্রে বাস্তু বিচারও গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন :- এই দশটি নিয়মে বদলে ফেলুন নিজের ভাগ্য

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ সম্পর্কিত যে কোন কঠিন সমস্যার সমাধান করাতে যোগাযোগ করুন

জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ

হরিণঘাটা বটতলা স্টপেজ নদীয়া (নিজ বাসভবন)

মো:- 9093476035
8906174912

অগ্রিম নাম বুকিং আবশ্যক

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন