Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়। কর্ম অনুসারে ফল দান করেন শনি। আর শনির রাশি পরিবর্তনের কারণে কিছু রাশির মানুষরা ঢাইয়া ও সাড়েসাতি থেকে মুক্তি পাবেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, প্রত্যেক ব্যক্তিকে জীবনে অন্তত একবার সাড়েসাতি ও ঢাইয়ার দ্বারা প্রভাবিত হতে হবে।
আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন
জ্যোতিষ শাস্ত্রে শনিকে সবচেয়ে ধীর গ্রহ বলে মনে করা হয়। আড়াই বছরে একবার রাশি পরিবর্তন করে শনি। রাজনীতি, খনিজ, গুপ্তবিদ্যা, তেল ও রহস্য ইত্যাদির কারক বলা হয় শনিকে। শনির কৃপা ছাড়া কোনো ব্যক্তি উচ্চ পদ লাভ করতে পারে না। জেনে নিন শনির রাশি পরিবর্তনের কারণে কবে কোন রাশিতে শনির সাড়েসাতি ও ঢাইয়া শুরু হবে।
বৈদিক ক্যালেন্ডার অনুসারে, ১৭ জানুয়ারী, ২০২৩ থেকে, তুলা এবং মিথুন রাশির মানুষরা শনির ধাইয়া থেকে মুক্তি পাবে। ধনু রাশির মানুষরা সাড়েসাতির হাত থেকে মুক্তি পাবেন। এই রাশি গুলি শনির সাড়েসাতি থেকে মুক্তি পাওয়ার পরে, কাজের সাফল্য শুরু হবে। চাকরিতে পদোন্নতি ও সম্মান বৃদ্ধি পাবে।
তবে পরের বছর অথাৎ ২০২৩ সালে কুম্ভ রাশিতে শনি গমনের ফলে মীন রাশিতে সাড়েসাতির প্রথম পর্ব শুরু হবে এবং ধনু রাশির লোকেরা সাড়েসাতি থেকে মুক্তি পাবে। ২০২৩ সালের জানুয়ারী থেকে কুম্ভ, মকর এবং মীন রাশিতে শনির সাড়েসাতি শুরু হবে। ২০২৩ সালে কর্কট এবং বৃশ্চিক রাশির মানুষদের উপর শনির ধাইয়া শুরু হবে। ফলে এই রাশি গুলির জীবনে একটু পরিবর্তন দেখা যাবে। এই রাশির মানুষদের সাবধানে থাকতে হবে।
আরো পড়ুন :- স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে ? এই সহজ নিয়ম পালনে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে
আরো পড়ুন :- কোন দিকে মাথা রেখে ঘুমানো শুভ ? দেখুন সঠিক বাস্তু টিপস
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)