Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- মেষ রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে অবস্থান। আয়ের ক্ষেত্রে শুভফল দান করবে। প্রতি মাসের শেষ সপ্তাহ অধিক শুভ।
বৃষ রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান আয়ের ক্ষেত্রে শুভফল দান করবে। মাসের দ্বিতীয় অর্ধে অশুভ পাপ কাত্তারি যোগ সৃষ্টি হওয়ায় সামান্য পরিবর্তন ঘটবে।
মিথুন রাশির আয়ক্ষেত্রে অবস্থান রাহুর। কর্মক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। আয়ের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন ঘটবে।
আরো পড়ুন :- অর্থহানি, দম্পতিদের ঝামেলা – শনির ‘কুনজরে’ জীবন অভিশপ্ত হবে এই ৪ রাশির মানুষের
কর্কট রাশির কর্মক্ষেত্রে অবস্থান মঙ্গলের, আয়ের খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।
সিংহ রাশির আয়ক্ষেত্র অধিপতির শুভ অবস্থান। ফলে মাসের দ্বিতীয় অর্ধ অধিক শুভ।
কন্যা রাশির আয়ক্ষেত্রে বৃহস্পতি। শনি এবং শুক্রের দৃষ্টি শুভ। মাসের দ্বিতীয় অর্ধে শনির পরিবর্তনের সঙ্গে সঙ্গে শুভত্ব বৃদ্ধি পাবে।
তুলা রাশির আয়ক্ষেত্র অধিপতির মাসের প্রথম অর্ধে শুভ অবস্থান হলেও পরবর্তী অর্ধ রাশি পরিবর্তন এবং আয়ক্ষেত্রে শনির দৃষ্টি সম্পর্ক আয়ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম। মাসের প্রথম অর্ধ শুভ।
বৃশ্চিক রাশির আয়ক্ষেত্রের সহিত দৃষ্টি সম্পর্ক বৃহস্পতির। ফলে আয়ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা।
ধনু রাশির আয়ক্ষেত্রে অবস্থান কেতুর। এই রাশির আয়ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম।
মকর রাশির আয়ক্ষেত্রর উপর আয়ক্ষেত্র অধিপতির দৃষ্টি সম্পর্ক বৃহস্পতির সহিত আয়ের ক্ষেত্রে শুভ। মাসের দ্বিতীয় অর্ধে ফলের পরিবর্তন হবে।
কুম্ভ রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে অবস্থান। আয়ের ক্ষেত্র শুভ হলেও মাসের দ্বিতীয় অর্ধ আয়ের ক্ষেত্রে অধিক শুভ।
মীন রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান। মাসের প্রথম অর্ধ আয়ের ক্ষেত্রে শুভ হলেও পরবর্তী অর্ধে সামান্য পরিবর্তন ঘটবে।
আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)