Bangla News Dunia, Pallab : পাসপোর্ট (Passport) এমন একটি গুরুত্বপূর্ণ নথি, যা আন্তর্জাতিক ভ্রমণের পাশাপাশি পরিচয়পত্র এবং জাতীয়তা প্রমাণ হিসাবে কাজ করে। ভারত সরকারের দ্বারা জারী করা একটি গুরুত্বপূর্ণ নথি এই পাসপোর্ট।
আরও পড়ুন : গলায় মাছের কাঁটা আটকে গেলে খুব সহজে চটজলদি বের হবে, জেনে রাখুন গোপন ট্রিকস
পাসপোর্টে অনলাইন আবেদন পদ্ধতি (Step-by-Step Guide):
১) প্রথমে, Passport Seva এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন। ভিজিট করুন: https://www.passportindia.gov.in
২) এরপর ডান দিকে ‘Register Now’ এ ক্লিক করুন।
৩) একটি অ্যাকাউন্ট তৈরি করুন নাম, জিমেইল আইডি উল্লেখ করে।
৪) Email ভেরিফিকেশন সম্পন্ন করুন, এরপর আপনার অ্যাকাউন্ট তৈরি।
৫) এরপ হোম পেজে থাকা Log In এ ক্লিক করুন এবং আইডি পাসওয়ার্ড উল্লেখ করে লগইন করুন।
৬) এরপর “Apply for Fresh Passport/Reissue” এই অপশনে ক্লিক করুন।
৭) এরপর সঠিক ভাবে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করুন। আপনার ব্যক্তিগত তথ্য, ঠিকানা, জন্ম তথ্য ও অন্যান্য বিবরণ সঠিক ভাবে উল্লেখ করুন।
৮) এরপর সবকিছু পূরণ হয়ে গেলে ফাইনাল সাবমিট করুন।
৯) এরপর আবেদন ফি Net Banking, Debit/Credit Card বা UPI-এর মাধ্যমে পেমেন্ট করুন। এখানে 1,500 টাকা (Normal পাসপোর্ট) এবং 3,500 (Tatkal পাসপোর্ট) ফি পেমেন্ট করুন।
১০) Appointment বুক করুন, নিকটবর্তী পাসপোর্ট অফিস/ Passport Seva Kendra সিলেক্ট করুন। এরপর তারিখ ও সময় সিলেক্ট করে Appointment কনফার্ম করুন।
আরও পড়ুন : Credit Card ব্যবহার করেন? এই ভুলগুলো করলেই বাড়বে সমস্যা। জেনে রাখুন
আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর