Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- সব সময় বলা হয় সময়ের কাজ সময়ে করা উচিত। নাহলে পিছিয়ে পড়তে হয় ৷ কিন্তু জ্যোতিষ শাস্ত্র মতে, রাশিচক্রের বেশ কয়েকটি রাশি রয়েছে, যার জাতক-জাতিকারা সব কাজেই দেরি করেন ৷ চলুন তবে দেখে নেওয়া যাক কারা কোন কোন রাশির জাতক-জাতিকারা প্রায় সব কাজেই দেরি করে থাকেন।
আরো পড়ুন :- মকরে ফিরছে শনি, জানুন কোন কোন রাশির সমস্যা দেখা দেবে
তুলা রাশি :- তুলা রাশির জাতক-জাতিকারা অন্যকে দেখানোর জন্য এঁরা কাজ করতে পছন্দ করেন না। তাই সময়ে কাজ শেষ করার প্রবণতা তাঁদের মধ্যে কম থাকে৷
ধনু রাশি :- ধনু রাশির জাতক-জাতিকারাদের মনোসংযোগ কম থাকে ৷ যার ফলে এঁদের সব কাজে দেরি হয়ে যায় ৷ তাই এদের কাজে মনোসংযোগ বাড়ানো উচিত।
কুম্ভ রাশি :- কুম্ভ রাশির জাতক-জাতিকারা স্বাধীন ভাবে থাকতে পছন্দ করেন। এদের যখন যে কাজ করার ইচ্ছা হয় সেটাই করেন। সেই কারণে অনেক সময় সময়মতো কাজ শেষ করে উঠতে পারেন না।
মীন রাশি :- মীন রাশির জাতক-জাতিকারা বেশি করে দিবাস্বপ্ন দেখে থাকেন । তাই বাস্তবে কাজ করাটা এঁদের খুব একটা পছন্দের নয়। তাই সবসময় এদের কাজে দেরি হয়ে যায়।
তবে এই রাশি গুলির সকল জাতক-জাতিকারা একই রকমের তা নয়। বেশিরভাগ জাতক-জাতিকাদের মধ্যেই এই প্রবণতা দেখতে পাওয়া যায়। তবে এর বিপরীতও রয়েছে। যারা সময়ের কাজ সময়ের আগেই করে থাকেন।
আরো পড়ুন :- স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে ? এই সহজ নিয়ম পালনে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)