Bangla News Dunia, শ্রী জয়দেব শাস্ত্রী :- ঘুমের মধ্যে স্বপ্ন আমরা সকলেই কম বেশি দেখি। আমরা কখনো ভালো স্বপ্ন দেখি আবার কখনো খারাপ স্বপ্ন দেখি। আমরা যেই স্বপ্ন দেখি তার বেশিরভাগ স্বপ্নই আমাদের জীবনের সাথে জড়িত থাকে এবং এই স্বপ্নের কিছু মানে ও থাকে । জ্যোতিষ মতে বিশ্বাস করা হয় যে আমলকি , বাদাম , পেয়ারা , আপেলে এই ফল গুলি যদি আপনি স্বপ্নে দেখেন তবে আপনার জীবনে কোনো ভালো পরিবর্তন ঘটতে চলেছে।
১. আপনি যদি স্বপ্নে দেখেন আপনি আমলকি খাচ্ছেন তবে তার অর্থ হল শীঘ্রই আপনার মনের ইচ্ছে পূরণ হতে চলেছে।
২. স্বপ্নে যদি বাদাম দেখেন তবে একে শুভ বলে মনে করা হয়। মনে করা হয় আপনি সামনের দিনে সুখ অনুভব। করবেন
৩. স্বপ্নে পেয়ারা খেতে দেখলে ,একে অর্থ উপার্জনের লক্ষণ হিসাবে ধরা হয়। তাই স্বপ্নে পেয়ারা খাওয়া দেখলে শুভ মনে করা হয়।
৪. কোনো ব্যাক্তি যদি স্বপ্নের মধ্যে আপেল দেখেন তবে এর অর্থ হলো আপনি খুব শীঘ্রই ব্যবসায় উন্নতি লাভ করতে চলেছেন অথবা চাকরি পেতে চলেছেন। আর মহিলারা যদি স্বপ্নে আপেল দেখেন তবে মনে করা হয় , তিনি খুব তাড়াতাড়ি সন্তান সুখ পেতে চলেছেন।
এছাড়া আপনি যদি স্বপ্নে কলা দেখে থাকেন তবে তা অশুভ বলে মনে করা হয়। বিবাহিত ব্যাক্তিরা স্বপ্নে কলা দেখলে তাদের বৈবাহিক জীবনে বিপদের আশংকা।
আরো পড়ুন :- কালসর্প ও সাড়ে সাতি দোষ থেকে মুক্তি পেতে , পালন করুন এই ছোট্ট নিয়ম
————————————————————————
জ্যোতিষ শ্রী জয়দেব শাস্ত্রী
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন – Joydevsastri or 51kalibari
হস্তরেখা বিশারদ , ফেসরিডার , এছাড়া বিদ্যা , চাকরি , ব্যবসা, কর্ম , বিবাহ , প্রেম , বাস্তু , জটিল মামলা , স্বাস্থ্যে , শত্রু , অর্থনৈতিক সমস্যা , দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো প্রকার সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
” কুষ্টি , ঠিকুজী , হস্তরেখা বিচারে সবার থেকে একটু অন্যরকম তাই প্রশংসিত ”
চেম্বার – মধ্যমগ্রাম , বাদুরোড , সারদাপল্লি , ৫১ কালীবাড়ি , কোলকাতা।
ফোন – 9831498861 , 9804330361 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)