জানুন মে মাসে কোন রাশি গুলির শারীরিক ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- কোনো রাশির সমন্ধে বলতে গেলে দেখতে হয় তার গ্রহ ও নক্ষত্রের অবস্থা। এছাড়াও বর্তমান দশা অনুযায়ী ফল দিয়ে থাকে। চলুন দেখে নেওয়া যাক মে মাসে কোন রাশি গুলির শারীরিক ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন

১. মেষ রাশি : মেষ রাশিতে রবির অবস্থান থাকার ফলে চোখের সমস্যা, মাথাধরা, মাথা গরম, ধৈর্যচ্যুতি সংক্রান্ত সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে এই মাসে। দ্বিতীয় অর্ধে রবির রাশি পরিবর্তনের পর সমস্যা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে । এছাড়া বিশেষ করে ত্বকের সমস্যা, মুখ এবং কণ্ঠনালী সংক্রান্ত সমস্যা, খাদ্যে বিষক্রিয়া থেকে সচেতনতা অবলম্বন করা জরুরী।

২. বৃশ্চিক রাশি : বৃশ্চিক রাশিতে কেতুর অবস্থান রয়েছে । মাসের প্রথম অর্ধে রবির অবস্থান ষষ্ঠে। মাসের প্রথম অর্ধে শারীরিক সমস্যার আশঙ্কা কম হলেও রবির রাশি পরিবর্তনের পর শারীরিক ক্ষেত্রে বিশেষ সচেতনতা অবলম্বন করা জরুরি।

আরো পড়ুন :- শুভ কাজে বেরোবার আগে দইয়ের ফোটা লাগানো হয় কেন ? শাস্ত্র মতে এর উপকারিতা জানুন

৩. কুম্ভ রাশি : এই মাসে কুম্ভ রাশির শারীরিক ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে দ্বিতীয় অর্ধে শারিরীক শুভ ফল আরো ভালো করে পাওয়া যাবে।

niladri misra

৪. বৃষ রাশি : বৃষ রাশিতে রাহুর অবস্থান শারীরিক ক্ষেত্রে খুব শুভ ফল দান করবে না। এই মাসে উড়ন্ত বস্তুর আঘাত থেকে সচেতন থাকুন। মাসের দ্বিতীয় অর্ধে রাশিতে রবির আগমনের সাথে সাথে বিশেষ সচেতনতা অবলম্বন করা জরুরী। এই মাসে মাথা ধরা, চোখের সমস্যা, মানসিক উদ্বেগ সংক্রান্ত সমস্যা ব্যতিব্যস্ত করতে পারে।

৫. মকর রাশি : রাশির অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান। রাহু এবং মঙ্গলের সঙ্গে দৃষ্টি সম্পর্ক। ষষ্ঠে মঙ্গলের অবস্থান, মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। অলসতা বৃদ্ধি, ক্লান্তি, হঠকারিতা, বিভ্রান্তিমূলক চিন্তাভাবনা সমস্যার কারণ হতে পারে।

আরো পড়ুন :- শনি দেবের আশীর্বাদে এই ৩ রাশির জাতকরা সুখ ও সৌভাগ্য লাভ করেন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন