জানুন সিংহ লগ্ন ও তার বৈশিষ্ট্য

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি :-  সিংহ লগ্নের জাতক ধৈয‍্যশীল,স্থির সহনশীল,ইচ্ছা শক্তি প্রবল ও দৃঢ় এবং হৃদয় উদার ভাবাপন্ন। এদের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞা লক্ষ্য করা যায়। এদের মনে বিশ্বাস,দৃঢ়তা,সহানুভূতি,ন্যায় নিষ্ঠা লক্ষয়নিয়। অনেক সময় এরা নিজেকে জাহির করে দেখানোর প্রবণতা থাকে। এরা অলংকার ও জাকজমক প্রিয় হয় তবে এদের মধ্যে কোন লঘুতা প্রকাশ পায় না। এরা একটু আত্মস্থ ও গম্ভীর স্বভাবের হয়।

সিংহের প্রকৃতি বহুমুখী হয়। নানা বিষয়ে এরা পারদর্শি হয়। কবিত্ব জ্ঞান ও নাটকের দিকে এদের আকর্ষণ বেশি থাকে। এরা জাকজমক ও আড়ম্বর প্রিয় হয় তবে এদের মতামত খুব দৃঢ় ও স্থায়ী। তবে এরা খুব সংযত হয়। এরা কোন কাজ অর্ধেক ফেলে রাখতে পছন্দ করে না।

আরো পড়ুন :- সূর্য গ্রহ আমাদের জীবনে কি প্রভাব দেয় বিস্তারিত জানুন

এরা খোলাখুলি ব্যাবহার এবং যা কিছু মহৎ ও প্রকাশ্য তাই পছন্দ করে। তবে এরা রেগে গেলে বেশ রাগ থাকে তবে সেই রাগ ক্ষণস্থায়ী। সিংহের জাতক যদি প্রতিশোধ নেয়ার চেষ্টা করে তাতে কোনো নীচতা থাকে না। সিংহ যা করে প্রকাশ্যে করে যা বলে প্রকাশ্যে বলে পিছন থেকে এরা ছুরি মারে না। তবে সিংহের জাতক খুবই ক্ষমাশীল কেউ ক্ষমা চাইলে তৎক্ষণাৎ ক্ষমা করে দেন।

সিংহের জাতক নিজ বুদ্ধি ও গুনে প্রতিষ্ঠা ও সন্মান লাভ করে। এরা উচ্চ বংশীয় ও উচ্চ স্থানীয় ব্যাক্তিদের সাথে মেলামেশা করে থাকে।

সিংহের জাতকদের শারীরিক সমস্যা,পারিবারিক বিবাদ ইত্যাদি কারণে অর্থ হানি হয়। এদের ব্যাবসা ও জব যেকোন কারণে অর্থ ইনকাম হয়। তবে সিংহ লগ্নের জাতকদের জীবনে পিতার স্থান ভাল হয় না। পিতার সাপোর্ট ভাল হয় না। অনেক সময় পিতৃ হানি অনেক ছোট বেলায় দেখা যায় অথবা পিতার সাথে মতের মিল হয় না।

সিংহ লগ্নের জাতকদের যে রোগগুলি দেখা যায় তা হল হৃদরোগ,চোখের রোগ,বাত, রক্ত,হার ইত্যাদি রোগ। সিংহ লগ্নের জাতকদের সন্তান ভাগ্য ভাল তবে স্ত্রী ও সন্তানের শরীর নিয়ে নানা সমস্যা দেখা যায়।

সিংহ হল স্থির রাশি সে নিজের মত ও পথ সহজে ছাড়ে না,তবে তার জন্য সে অনেক সময় লড়াই করতে চায় না। সিংহ হল রাজা এর মধ্যে রাজকীয়তা আছে,কুরেমি আছে,নির্দেশ দেয়ার ক্ষমতা আছে,বিলাসিতা আছে,পিতার মত ক্ষমা করার মানসিকতা আছে।

আরো পড়ুন :- গ্রহ রাজ শনি আপনার জীবনে কি প্রভাব ফেলে বিস্তারিত জানুন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

————————————————————————-

জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি

চেম্বার নিজ বাসভবন
মেমারি,পূর্ব বর্ধমান

বাস্তু , বিবাহ , ব্যবসা ,  শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম ,  গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

ফোন – 9735587023 ( বুকিং সময় বিকাল 5 টা থেকে রাত্রি ৮ টা)
( ফোন এর মাধ্যমেও প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন