জানুন ২০২৪ সালে কোন কোন রাশির মানুষেরা প্রেমের ক্ষেত্রে লাভবান হবেন ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

relationship , love

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জ্যোতিষ শাস্ত্র মতে প্রতিটি গ্রহের গোচরের ফলে যেমন লাভ হয় তেমনই ক্ষতিও হয়। জ্যোতিষ গণনায় বিভিন্ন সময়ে উঠে আসে স্বাস্থ্য থেকে অর্থ, বা প্রেম থেকে শিক্ষা কাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য আসতে চলেছে। দেখে নেওয়া যাক, ২০২৪ সালে কোন কোন রাশির মানুষরা প্রেমের ক্ষেত্রে লাভবান হবেন।

আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা

বৃষ রাশিতে বৃহস্পতির গোচরে ২০২৪ এ প্রেমের দিক থেকে ভাগ্য ফিরবে বহু রাশির। ফলে অনেকেই বিবাহের প্রস্তাব পাবেন। অনেকের বিয়ের যোগও শুরু হতে পারে। দাম্পত্য প্রেমে আরও সৌভাগ্য বর্ষণের যোগ আসতে চলেছে এই সময়ে। তবে দেখে নেওয়া যাক কোন কোন রাশির মানুষরা প্রেমের ক্ষেত্রে  লাভবান হতে চলেছেন।

 

niladri-misra

 

বৃশ্চিক রাশি :- সিঙ্গলদের প্রেম হতে পারে ২০২৪ সালে। অনেকেই এই বছর রোম্যান্টিক কাউকে খুঁজে পেতে পারেন। দাম্পত্য জীবনে বোঝাপড়া আর ভালো হবে। একে অপরের প্রশংসা মগ্ন থাকবেন।

বৃষ রাশি :- অবিবাহিতদের ভাগ্য ফিরছে ২০২৪ সালে। কারোর সঙ্গে প্রেমে পড়ার রাস্তা খালি রয়েছে অনেকরই। যাঁরা প্রেমে রয়েছেন, তাঁদের সম্পর্ক আরও ভালো হতে চলেছে। প্রেমের সম্পর্কে যে জটিলতা ছিল, তা ধীরে ধীরে কেটে যাবে।

মীন রাশি :- কোনও সামাজিক মেলামেশার সূত্রে কেউ কেউ পড়তে পারেন প্রেমে। যাঁরা প্রেমে ইতিমধ্যেই প্রতিশ্রুতবদ্ধ, তাঁদের অনেকেরই বিয়ে আসন্ন। বিবাহিত জীবন প্রেমে ভরে যাবে।

আরো পড়ুন :- কুম্ভ রাশিতে যুতি তৈরি করছে শুক্র ও শনিদেব ! ফলে ভাগ্য খুলবে ৩টি রাশির

কর্কট রাশি :- নতুন কোনও সামাজিক কাজে যোগ দিতে গিয়ে আপনি প্রেমের দিক থেকে ভাগ্যবান হতে পারেন। কাউকে মনে ধরে থাকলে, তাঁকে এই সময়ে বলে দিতে পারেন আপনার মনের কথা। প্রেম জীবনে ২০২৪ সালে সুখ আসবে।

মকর রাশি :- কারোর প্রতি তীব্র আকর্ষণ অনুভব করতে পারেন চলতি বছরে। যাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাঁদের জীবনে আসতে পারে বহু উচ্ছ্বাস প্রকাশের সময়। বিবাহিত জীবনে স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক বৃদ্ধি পাবে।

আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বিশেষ দ্রষ্টব্যঃ – সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ফোনের মাধ্যমে বিভিন্ন সমস্যার প্রতিকার সম্পূর্ণ ফ্রি। আপনি এই সময় ফোন করে জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্রর সাথে কথা বলতে পারেন ফ্রিতে।

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।

ফোন – 7908533644 , 9933929211  ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন