জানেন কি মন্দিরের চূড়ায় কেন ত্রিশূল রাখা হয় ? বিস্তারত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : দেবাদি দেব মহাদেবের অস্ত্র হল ত্রিশূল। ত্রিশূল সৃষ্টি, স্থিতি ও ধ্বংস – তিনের প্রতিনিধিত্ব করে। মহাদেবের হাতে সব সময় ত্রিশূল থাকে। ত্রিশূল হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। ভেবে দেখেছেন মন্দিরের চূড়োয় কেন ত্রিশূল থাকে।

শুধু মাত্র ধর্মীয় কারণ নয়, মন্দিরের ত্রিশূল থাকার কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে।

avilo home

১. ধর্মীয় ব্যাখ্যা অনুসারে বিশ্বাস করা হয় মন্দিরের চূড়োয় ত্রিশূল থাকলে ঈশ্বর প্রীত হন এবং তাঁর আশীর্বাদ ঝরে পড়ে। অশুভ শক্তির হাত থেকে ত্রিশূল রক্ষা করে বলেও মনে করা হয়।

২. তবে বৈজ্ঞানিক ব্যাখ্যাটি হল মন্দির সাধারণত তার আশপাশের বাড়ি গুলি থেকে উঁচু হয়। ঝড়বৃষ্টির সময় বজ্রপাত হলে মন্দিরের চূড়োয় বাজ পড়ার আশঙ্কা থেকে যায়। মন্দিরের চূড়োয় ত্রিশূল থাকলে বাজ পড়া থেকে মন্দিরকে রক্ষা করে। বাজের মধ্যে বিপুল বৈদ্যুতিন শক্তি রুখতে সাহায্য করে ত্রিশূল। এই ভাবে মন্দিরের চূড়োয় থাকা ত্রিশূল মন্দির ও আশপাশের এলাকাকে বজ্রপাতের হাত থেকে রক্ষা করে।

ত্রিশূলের মুখ হয় ছুঁচলো। এর গায়ে তামার তার জড়ানো থাকে। তাই বজ্রপাত হলে তাকে নিষ্ক্রিয় করে ফেলার ক্ষমতা রাখে মন্দিরের চূড়োয় থাকা ত্রিশূল।

Dakshineswar_Kali_temple

মহাদেবের হাতে ত্রিশূল থাকে, তার তিনটি মুখ মানুষের তিনটি বৈশিষ্ট্যের প্রতীক। এই তিন গুণ হল স্বত্ত্ব, তমঃ ও রজঃ। সমন্বয় সাধণ করেই এই বিশ্বব্রহ্মাণ্ড রক্ষা করেন মহাদেব। হাতে ত্রিশূল রেখে মনে করা হয় ভোলানাথ মানব চরিত্রের এই তিনটি বৈশিষ্ট্য নিজের হাতে নিয়েছেন। ত্রিশূল তিন প্রধান দেবতারও প্রতীক। এই তিন প্রধান দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। একজন পৃথিবীর সৃষ্টিকর্তা, পালনকর্তা ও অন্যজন রক্ষাকর্তা।

তাছাড়াও দেবী দুর্গার হাতে ত্রিশূল দেখা যায়। যা দিয়ে মহিষাসুরকে বধ করেছিলেন তিনি। ত্রিশূল মানব শরীরের তিনটি প্রধান নাড়ী ইরা, পিঙ্গলা ও সুষুম্নারও প্রতিনিধিত্ব করে। ত্রিশূল পুজো করা হলে জীবনে কোনও সমস্যা থাকে না বলেও মনে করেন অনেকে। বাড়িতেও অনেকে ছোট ত্রিশূল রাখেন। বাড়িতে পজিটিভ শক্তি প্রবাহমান হয় বলে মনে করা হয়।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন