Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- বাস্তু শাস্ত্র মতে বিভিন্ন উপায় নানান সময় মানুষকে সুখের পথ দেখায় বলে মনে করা হয়। আর্থিক কষ্ট থেকে উদ্ধারে এই বাস্তু শাস্ত্রের নিয়মে নানান উপায় রয়েছে। তারমধ্যে অন্যতম হল আলমারির নানা বিষয় নিয়ে নয়া বাস্তু টিপস। ঘরে আলমারি কোনদিকে রাখলে তা অর্থভাগ্য ভালো রাখে ? আলমারির লকারে কী রাখলে তাতে অর্থভাগ্য চাঙ্গা হয় ? তা দেখে নেওয়া যাক, বাস্তুশাস্ত্র মতে।
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
১. দেবী গৌরীর কোলে গণেশ, এমন মূর্তিকে গৌরী গণেশ মূর্তি রূপে পুজো করা হয়। এই মূর্তি আলমারির লকারে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে কোনও মতেই কমে না অর্থ। উল্টে উপচে পড়বে ধন দৌলত। সম্পত্তি বৃদ্ধিতে আলমারির ভিতরে রাখতে পারেন একটি সুপুরি।
২. বাস্তুশাস্ত্র মতে আলমারির দরজাই হোক বা আলমারির ভিতরে থাকা লকারের দরজা, তা যেন উত্তর দিকে মুখ করে খোলা হয়, সেদিকে নজর রাখতে হবে। আলমারি থাকবে দক্ষিণের দেওয়াল ঘেঁষে।
৩. এছাড়াও বাস্তু শাস্ত্রে বলা হচ্ছে, হলুদ কাপড়ে, ৫টি ঝিনুক, কেশর ও রুপোর কয়েন মুড়ে তা আলমারির ভিতরের লকারে রেখে দিতে। তাহলে তা আর্থিক কষ্টকে ঘুচিয়ে দিতে সক্ষম। এতে ঘরে আসবে মা লক্ষ্মীর কৃপা।
৪. আলমারিতে টাকা রাখার সময় লকারে একটি লাল কাপড়ে মুড়ে রেখে দিন দুটি কাঁচা হলুদের অংশ। এতেই ফিরবে ভাগ্য।
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
আরো পড়ুন :- রাশি পরিবর্তন করছে বুধ ! ভাগ্য খুলবে ৩টি রাশির
আরো পড়ুন :- জানুন কোন রাশির দাম্পত্য ও প্রেম জীবনে সুখ আসবে ? আর কাদের প্রেম ও সংসার তেমন সুখের হবে না?
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)