Bangla News Dunia, Pallab : ভারত-মার্কিন চুক্তি কবে হবে, তার ঠিক নেই। তার মধ্যেই এবার জাপান ও ফিলিপিন্সের সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষর করল আমেরিকা। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে এ কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, জাপানের পণ্যের উপর ১৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করবে আমেরিকা। তাঁর দাবি, এই চুক্তির ফলে লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে, যা আগে কখনও হয়নি। যদিও জাপানের তরফে এই চুক্তির ব্যাপারে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন : ভারতীয় পাসপোর্ট অনলাইন আবেদন 2025 – সম্পূর্ণ গাইড বাংলায়
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘জাপানের সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে ফেলেছে আমেরিকা। এখন পর্যন্ত সঙ্গে আমরা যে যে দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি করেছি, তার মধ্যে এটি সবচেয়ে বড়। জাপান ৫৫ হাজার কোটি ডলার আমেরিকায় বিনিয়োগ করবে। অন্যদিকে, আমেরিকার প্রায় ৯০ শতাংশ মুনাফা হবে।’ মার্কিন প্রেসিডেন্টের দাবি, গাড়ি, ট্রাক, কৃষিপণ্যের বাণিজ্যের জন্য জাপানের বাজার আমেরিকার জন্য উন্মুক্ত থাকবে।
জাপানের পাশাপাশি ফিলিপিন্সের সঙ্গেও আমেরিকা বাণিজ্যচুক্তি করেছে। জাপান, ইন্দোনেশিয়া, চিন, ফিলিপিন্সের মতো দেশের সঙ্গে চুক্তি হলেও ভারতের সঙ্গে চুক্তি ঝুলে রয়েছে। সূত্রের খবর, বেশ কয়েকটি বিষয় নিয়ে দুই দেশের মধ্যে এখনও মতপার্থক্য রয়েছে। আলোচনার মাধ্যমে সেগুলি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।