Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জামশেদপুর এফসি-র (Jamshedpur FC) সমর্থকদের বিরুদ্ধে বিরাট অভিযোগ উঠল। মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) সমর্থকদের ব্যাপক মারধোরের অভিযোগ তুললেন মেরিনার্সরা। সমর্থকদের উপরে লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও। জামশেদপুরে স্পোর্টস কমপ্লেক্সে ISL সেমিফাইনালের সময় ঘটল এই ঘটনা। তবে স্বস্তির খবর আপাতত ভাল আছেন আহত মোহনবাগান সমর্থক।
কী অভিযোগ?
মোহনবাগান সমর্থকদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে জামশেদপুর স্টেডিয়ামে তাদের উপর হামলা করা হয়েছে। বলা হচ্ছে ম্য়াচের প্রথম গোলের পরেই ঝামেলার শুরু হয়। জামশেদপুরের সমর্থকদের উপর অভিযোগ তোলে মোহনবাগানের ভক্তরা। এরপরেই নাকি পুলিশ লাঠি চার্জ করে বলে অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ, মোহনবাগানের পতাকা ছিঁড়ে দিতে যাচ্ছিলেন জামশেদপুরের কয়েকজন সমর্থক। সেটা বাধা দিতে গেলেই সমস্যা হয়।
দেখুন ভিডিও
ISL সেমিফাইনালে মোহনবাগানের ম্যাচ জামশেদপুরের বিরুদ্ধে সেই ম্যাচের সময়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজনকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এবং তাঁর গায়ে মোহনবাগানের জার্সি ছিল। সেই ভক্ত বারবার বলছে ‘পুলিশ মেরেছে।’ এই ভিডিওটি পোস্ট করে বার্তা লেখা হয়েছে, ‘আমাদের ছেলেদের কি ভাবে মারা হয়েছে। ম্যাচ শেষে সব হিসাব হবে….’ অর্থাৎ পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন মোহনবাগান সমর্থকরা।
আরও পড়ুন:- পর্যটকদের জন্য সুখবর ! গ্যাংটকে যাওয়া আরও সহজ হয়ে গেলো
ম্যাচে কী হল?
২৪ মিনিটে উভাইশের লং থ্রো থেকে গোল পেয়ে যায় জামশেদপুর এফসি। বক্সের মধ্যে স্টিফেন এজে ব্যাকহেড করেন। সেখান থেকে ফাঁকায় দাঁড়ানো সিভেরিও হেড করে বল জালে ঢোকান। সামনে শুভাশিস বসু থাকলেও ঠেকাতে পারেননি।
প্রথমার্ধেই গোল শোধ করে দেয় মোহনবাগান। ৩৭ মিনিটে জেসন কামিন্সকে খারাপভাবে ফাউল করেন আশুতোষ মেহেতা। হলুদ কার্ড দেখে পরের লেগে নেই তিনি। ফ্রি কিক থেকে গোল করেন কামিন্স। তবে তাতেও হার আটকানো গেল না। যদিও এই গোলে ব্যবধান কমল। ম্যাচের একেবারে শেষদিকে খালিদ জামিলের মাস্টার স্ট্রোক কাজ করে।
সংযুক্তি সময়ে কাউন্টার অ্যাটাক থেকে গোল জাভি হার্নান্দেজের। শেষ মূহূর্তে আলবিনো গোমস দুরন্ত সেভ করে দলকে জেতান তিনি।ঋত্বিকের পাস থেকে গোল করলেন জাভি।
আরও পড়ুন:- এবার থেকে রেশন কার্ডে ফ্রি দ্রব্যের সঙ্গে পাবেন 1000 টাকা। কিভাবে আবেদন করবেন জেনে নিন