জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ! সত্যের জন্য আদালতে লড়াই অক্ষয় কুমারের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রতীক্ষা চিল বহুদিনের ৷ অবশেষে সামনে এল ‘কেসরি চ্যাপ্টার 2: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ’-এর টিজার ৷ ইতিহাসের ভয়াবহ হত্যাকাণ্ডের স্মৃতি আরও একবার উস্কে দিলেন অভিনেতা অক্ষয় কুমার ৷

ছবিটি পরিচালনা করেছেন করণ সিং ত্যাগি ৷ অক্ষয় কুমারকে এই সিনেমায় দেখা যাবে একজন আইনজীবীর চরিত্রে, যার নাম স্যার সি শঙ্করণ নাইয়ার ৷ 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডর পর ব্রিটিশ রাজত্বকে নাড়িয়ে দিয়েছিলেন আইনজীবী সি শঙ্করণ নাইয়ার ৷ সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য ৷ প্রযোজনায় রয়েছে ধর্মা প্রোডাকশন, কেপ অফ গুড ফিল্মস ও লিও মিডিয়া কালেকটিভ ৷

টিজার শুরু হয়েছে এক অন্যরকম অনুভূতি দিয়েই ৷ যেখানে 20 থেকে 30 সেকেন্ড শুধুমাত্র ব্যবহার করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে গুলির আওয়াজ, কান্নার আওয়াজ ও একাধিক মানুষের হাহাকার দিয়ে ৷ ব্যাকগ্রাউন্ডে কখনও শোনা যাচ্ছে, “ভগবানের দোহাই, দয়া করে বন্ধ করো ৷” আবার শোনা যাচ্ছে, “গুলি করে মারো” ৷ এইভাবেই ভয়ঙ্কর হত্যালীলার টুকরো স্মৃতি আরও একবার দর্শকদের গায়ে কাঁটা দিয়ে উঠতে বাধ্য ৷ এমনকী, টিজারে ডিসক্লেইমার হিসাবে লেখা হয়েছে, “এই দৃশ্য এতটাই নির্মম যে তা দেখানো যায় না ৷”

আরও পড়ুন:- শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ভারতীয় রেলে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

এরপরেই সামনে আসেন আইনজীবী সি শঙ্করণ নাইয়ার রূপে অক্ষয় কুমার ৷ ব্রিটিশ শাসকের মুখোশ খুলতে যে আইনজীবী লড়াইয়ের ময়দানে নামেন ৷ পুষ্পা পালত ও রঘু পালতের লেখা বই ‘দ্য কেস দ্যাট শক দ্য এম্পায়ার’ থেকে নির্মিত ‘কেসরি 2’ ৷ অক্ষয় কুমারের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আর মাধবন ও অনন্য়া পাণ্ডেকে ৷

উল্লেখ্য, 2019 সালে ‘কেসরি’ মুক্তি পায় ৷ সেখানে ফুটিয়ে তোলা হয়েছিল সারাগড়ির যুদ্ধ, যেখানে 10 হাজার আফগান উপজাতিদের সন্ত্রাসের বিরুদ্ধে লড়েছিলেন 21 জন শিখ সৈন্য ৷ 6 বছর পর ‘কেসরি 2’ ছবিতে ইতিহাসের আরও এক কালো অধ্যায় তুলে ধরা হয়েছে যা মুক্তি পাবে 2025 সালের 18 এপ্রিল ৷

আরও পড়ুন:- যক্ষ্মা বহু বছর ধরে একটি গুরুতর সমস্যা, এই রোগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নিন

আরও পড়ুন:- জোয়ার-ভাটায় কি সত্যিই বাতের ব্যথা বাড়ে? জানুন বিজ্ঞান কি বলছে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন