জিপলাইনে চড়ে যাওয়ার সময় পর্যটকের ক্যামেরায় বন্দি হামলার মুহূর্ত, জঙ্গিদের স্লিপারসেল ফাঁস

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : পহেলগাঁও হামলায় (Pahalgam Terror Attack) ইতিমধ্যে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। এই হামলার প্রায় এক সপ্তাহ পর ভাইরাল হয়েছে আরও একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, জিপলাইনে চড়ে যাওয়ার সময় এক পর্যটকের সেলফি ক্যামেরায় বন্দি হয়েছিল পহেলগাঁও হামলার মুহূর্ত। যে পর্যটকের ক্যামেরায় ওই ঘটনা ধরা পড়ে, তাঁর অভিযোগ, জিপলাইনে তোলার সময় অপারেটর ‘আল্লাহু আকবর’ ধ্বনি তুলেছিলেন, তারপরই গুলি চালায় জঙ্গিরা। তাঁর এই দাবির পর জিপলাইনের ওই অপারেটরকে ডেকে পাঠিয়েছে এনআইএ (NIA) এবং পুলিশ (Police)। এমনকি পহেলগাঁও হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত সবাইকে ডেকে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

যাঁর ক্যামেরায় এই ঘটনাটি ধরা পড়ে সেই ব্যক্তি হলেন ঋষি ভাট। তিনি গুজরাটের (Gujarat) বাসিন্দা। স্ত্রী ও ছেলেকে নিয়ে কাশ্মীরে বেরাতে গিয়েছিলেন। ঘটনার দিন বৈসরন উপত্যকায় ছিলেন তিনি। তাঁর ভিডিও’তে ঘটনাটি ধরা পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর হামলার বর্ণনা শোনা গিয়েছে ঋষির মুখে। এক সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি ঘটনার দিনের বিবরণ তুলে ধরেন। ওই ব্যক্তির অভিযোগ ছিল, যখন তিনি জিপলাইনে ওঠেন তখনই ওই অপারেটর ‘আল্লাহু আকবর’ ধ্বনি তোলেন। ওই অপারেটরের ওপর সন্দেহের আঙুল তুলেছেন তিনি।

ঋষি জানান, তিনি যখন জিপলিং করছিলেন, তখনই গুলি শুরু হয়। অন্তত ২০ সেকেন্ড পরে তিনি বুঝতে পারেন, জঙ্গিরা হামলা করেছে। জিপলাইন থেকে নিজেকে আলাদা করে নীচে ঝাঁপ দেন তিনি। স্ত্রী ও সন্তানকে নিয়ে দৌড়তে থাকেন। কিছুটা দৌড়ে গর্তের মতো একটি জায়গা দেখে লুকিয়ে পড়েন তিনি। তাঁর দাবি, তাঁর সামনেই দু’জনকে ধর্ম পরিচয় জিজ্ঞেস করার পরে গুলি করে জঙ্গিরা। ঘটনার ২০-২৫ মিনিটের মধ্যে সেনা পৌঁছেছিল বলে জানান তিনি।

আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন