জীবনের উন্নতির পথ আটকে দিতে পারে আপনার অজান্তে করা এই ভুলগুলি ! সাবধান হোন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- নিজের জীবনে উন্নতি চায় না এমন লোক পাওয়া মুশকিল। প্রায় সকলেই নিজের জীবনে উন্নতি চায়। আর আর্থিক উন্নতি মানুষকে একটি সচ্ছল ও সুন্দর জীবন যাপন করতে সাহায্য করে। তাই সকলেই নিজের জীবনে আর্থিক উন্নতি লাভের আশা করে । তবে প্রবল পরিশ্রম ও যথাযথ কাজ করেও অনেক সময় আর্থিক উন্নতি লাভ করা সম্ভব হয় না, আর এর পিছনে বিভিন্ন রকম কারণ থাকতে পারে।

মা লক্ষীকে ধনসম্পত্তির দেবী বলা হয় আর মা লক্ষ্মীর কৃপা পেলে সেই ব্যক্তি ধনসম্পত্তিতে ফুলে ফেঁপে ওঠে। আর তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখা খুবই প্রয়োজন। তবে আমরা যে দৈনন্দিন জীবনে এমন বহু কাজ ভুলবশত করে ফেলাই যার জন্য মা লক্ষ্মী অর্থাৎ দেবী লক্ষী অসন্তুষ্ট হন। ফলে আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু কাজ রয়েছে যা না করাই ভালো। তবে চলুন কোন কাজ গুলি আমাদের দৈনন্দিন জীবনে না করায় ভালো তা দেখে নেয়া যাক –

আরো পড়ুন :– এই রাশির মানুষরা সর্বদা নিজ মর্জির মালিক হন , আপনিও কি আছেন তাঁর মধ্যে ?

১. আমাদের প্রত্যেকের উচিত আমাদের যে রান্নাঘর আছে তার সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন রাখা , মা লক্ষ্মী সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন স্থানে বসবাস করেন। যেখানে নোংরা থাকে সেখানে মা লক্ষ্মী বসবাস করেন না। রান্না ঘরে কখনও এঁটো বাসন জমিয়ে রাখতে নেই, এছাড়া ঘরের যেখানে খাওয়া-দাওয়া করা হয় সেখানেও এঁটো বাসন বা এঁটো ফেলে রাখতে নেই।

২. শাস্ত্র মতে বাড়ির প্রধান দরজার সামনে কোন প্রকার নোংরা রাখতে নেই অনেক সময় দেখা যায় অনেকেই বাড়ির প্রধান দরজার সামনে ডাস্টবিন রেখে দেন , তা করা মোটেই উচিত নয়।

niladri misra

৩. জ্যোতিষশাস্ত্র মতে বাড়ির খাবার অপচয় করা একদম উচিত নয়। এমন অনেক বাড়ি আছে যারা প্রতিদিন প্রচুর পরিমাণে খাবার বানায় এমনকি তা নষ্টও হয়। বাড়তি খাবার কোন দরিদ্রকে না দিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। যার ফলে মাতা অন্নপূর্ণা রুষ্ট হন। এতে পরিবারে আর্থিক দুর্যোগ নেমে আসতে পারে।

৪. অনেকে বিছানায় বসে খাবার খান। বিছানায় বসে যদি কেউ খাবার-দাবার খেয়ে থাকেন তাহলে তার প্রভাব পরিবারের উপর এসে পড়ে এতে মাতা লক্ষী অসন্তুষ্ট হন এছাড়াও কোন ব্যক্তিকে বা মহিলাকে পা ছড়িয়ে খাবার খেতে নেই। এতে বাড়িতে রোগব্যাধি বৃদ্ধি পায়।

আরো পড়ুন :- বাস্তুকে ত্রুটিমুক্ত রাখতে এবং পারিবারিক আর্থিক উন্নতির জন্য করুন এই সহজ কাজ

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন