জীবনের সব সমস্যা থেকে মুক্তি পেতে চান ? জপ করুন এই মন্ত্রগুলি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- মনকে তন্ত্রের বন্ধনে আবদ্ধ রাখা। অতিরিক্ত চিন্তাভাবনার কারণে মন অশান্ত থাকতে শুরু করে। তখন মনকে শান্ত করার সবচেয়ে কার্যকরী উপায় হল মন্ত্র জপ। নিজের ইষ্ট দেবতার পুজো, প্রার্থনা, ধ্যান ও মন্ত্র জপ করলে দুশ্চিন্তা, অবসাদ থেকে মুক্তি পাওয়া যায়।

শাস্ত্র মতে মন্ত্র তিন ধরনের হয়। সাত্বিক, তান্ত্রিক ও সাবর মন্ত্র। সমস্ত মন্ত্রের পৃথক পৃথক মাহাত্ম্য রয়েছে। প্রতিদিন যে মন্ত্র জপ করা হয় তা সাত্বিক মন্ত্র নামে পরিচিত। এমন কয়েকটি মন্ত্র প্রতিদিন জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায়, এমনকি সমস্ত রোগ থেকেও মুক্তি পাওয়া যায়।

আরো পড়ুন :- জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে বজরংবলীকে খুশি করুন কিছু সহজ উপায়ে

১. ক্লেশনাশক মন্ত্র — কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে। প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।

২. শান্তিদায়ক মন্ত্র — শ্রী রাম, জয় রাম, জয় জয় রাম

মন্ত্রের প্রভাব- বজরংবলীও রাম নাম জপ করতেন। কথিত আছে রামের চেয়েও অধিক শক্তিশালী শ্রীরাম নাম জপ। এই মন্ত্র জপ করে গেলে শান্তি লাভ করা যায় এবং সমস্ত দুশ্চিন্তা থেকে ব্যক্তি মুক্ত হতে পারে।

 

susanto sastri

 

৩. চিন্তামুক্তি মন্ত্র —- ওম নমঃ শিবায়

মন্ত্রের প্রভাব- শাস্ত্র মতে এই মন্ত্র জপ করে চিন্তামুক্ত জীবনযাপন করা যায়। এই মন্ত্র জীবনে শান্তি ও শীতলতা প্রদান করে।

৪. সঙ্কটমোচন মন্ত্র —- ওম হং হনুমতে নমঃ

মন্ত্রের প্রভাব- মনের মধ্যে কোনও ভয়, আশঙ্কা তা হলে এই মন্ত্র জপ করলে সুফল পেতে পারেন। এই মন্ত্র জপ করলে যে কোনও কাজে সাফল্য লাভ করা য়ায়।

৫. সুখ-শান্তির জন্য বিষ্ণুর এই মন্ত্রগুলি জপ করুন। ওম নমো নারায়ণ। যা শ্রীমন নারায়ণ নারায়ণ হরি-হরি ।।

আরো পড়ুন :- লক্ষ্মী পুজোর পরেই অর্থলাভ, বেতনবৃদ্ধির সম্ভাবনা ? দেখুন কোন রাশির তৈরী হচ্ছে বিশেষ রাজযোগ

৬. মৃত্যুঞ্জয় মন্ত্র — ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিংপুষ্টিবর্দ্ধনম্। উর্বারুকমিব বন্ধানান্মৃত্যোর্মুক্ষীয় মামৃতাৎ।।

মন্ত্রের প্রভাব- শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়।

৭. সমৃদ্ধিদায়ক মন্ত্র — ওম গং গণপতয়ে নমঃ

মন্ত্রের প্রভাব- গণেশকে দূর্বা, সিঁদূর, ঘী অর্পণ করে কমপক্ষে ১০৮ বার এই মন্ত্র জপ করুন।

৮. দরিদ্রনাশক মন্ত্র — ওম হৃীং হৃীং শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ

মন্ত্রের প্রভাব- প্রতিদিন সকালে এই মন্ত্রের ১১ মালা জপ করা উচিত। এতে দরিদ্রতা দূর হয়।

আরো পড়ুন :- জীবনের যাবতীয় সমস্যা দূর করতে, বাস্তু মতে বাড়িতে আনুন কিছু জিনিষ

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন