Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- আমরা সজকলেই চাই আমাদের জীবনে আর্থিক উন্নতি আসুক। কিন্তু নানা কারণে আমাদের জীবনে আর্থিক উন্নতি আসে না। জ্যোতিষ শাস্ত্রে জীবনের সুখী হওয়ার জন্য অনেক নিয়মের কথা বলা রয়েছে। সেগুলি যদি মেনে চলা যায় তাহলে জীবনের সৌভাগ্য আসে। আর সেই নিয়ম গুলি যদি মেনে চলা যায় তবে জীবনে অনেক উন্নতি করতে পারবেন। তবে দেখে নিন জ্যোতিষ শাস্ত্র মতে কোন কোন কাজ করলে আপনার জীবনে সাফল্য আসবে।
আরো পড়ুন :- স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে ? এই সহজ নিয়ম পালনে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে
হিন্দু ধর্মে গরুকে ভগবান বিষ্ণুর রূপ বলে মনে করা হয়। তাকে দেবতা রূপে পুজোও করা হয়। বলা হয় গরুর দুধ থেকে গোমূত্র ও গোবর অত্যন্ত পবিত্র। যা ইতি মধ্যেই বিজ্ঞানীরা মেনে নিয়েছেন। পুরান অনুসারে গরুর গাভীতে ৩৩ রকম দেবতা বাস করেন। এই অবস্থায় প্রতিদিন সকালে যদি গরুর এই টিপসগুলি আপনি মেনে চলেন তাহলে আপনার আর্থিক দিক খুব উন্নতি হবে এবং জীবনে সুখে থাকবেন।
জীবনে আর্থিক উন্নতির জন্য প্রত্যেকদিন সকালবেলা স্নান সেরে গরুর পুজো করুন। এটি করলে দেব-দেবীদের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। কারণ গরুর পুজোর মাধ্যমে আপনি সমস্ত দেবতাদের পুজো করে ফেললেন। দেবতাদের কৃপায় আপনার পরিবার ধন সম্পত্তিতে ভরা থাকবে। গরুর পুজো করলে আপনার আর্থিক দিকে অবনতি হবে না। আপনার জীবনে সাফল্য আসবে।
যদি গরুর পুজো প্রতিদিন নাও করতে পারেন তবে গরুকে প্রত্যেকদিন খাওয়ান। বুধবার করে গরুকে সবুজ ঘাস খাওয়ান। তাহলে আপনার জীবনের যেই ঝামেলা রয়েছে তা থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন। এছাড়া যদি আপনার জন্ম কুণ্ডলীতে বুধ গ্রহ খারাপ অবস্থায় থাকে তাহলে তা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ফলে কর্মক্ষেত্র ও ব্যবসাক্ষেত্রে উন্নতি হবে।
গরুর পিঠের উপর যে উঁচু স্থানটি রয়েছে সেটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। যদি সেটিতে আপনি রোজ একবার করে হাত বোলাতে পারেন তাহলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। জ্যোতিষ শাস্ত্রে বলা হয়, এটি সূর্য ও নদীর সাথে সম্পর্কিত।
যদি আপনার জন্ম কুণ্ডলীতে কোন গ্রহ দুর্বল থাকে। আর আপনি যদি কালো গরুর পুজো করেন তাহলে আপনার গ্রহের দোষ কেটে যাবে এবং আপনার সব গ্রহ আসতে আসতে শক্তিশালী হতে থাকবে। ফলে জীবনে সার্বিক উন্নতি সম্বভ হবে। সেই সঙ্গে আপনার শত্রুরাদের আপনার ওপর থেকে হিংসাত্মক মনোভাব দূর হবে এবং আপনার জীবনে আর্থিক ও সামাজিক সাফল্য আসবে।
আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন
আরো পড়ুন :- কোন দিকে মাথা রেখে ঘুমানো শুভ ? দেখুন সঠিক বাস্তু টিপস
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)