জীবনে আর্থিক বৃদ্ধি বজায় রাখতে সর্বদা কাছে রাখুন এই জিনিস

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- জীবনে চলার পথে ভালো মন্দ সব কিছুই আসে আমাদের জীবনে। তাকে হাঁসি মুখে পার করা দরকার। তবে জীবনে অনেক সমস্যা রয়েছে যা অর্থ দিয়েই সমাধান করা যায়। এছাড়াও অর্থ মানুষকে এক সুন্দর জীবন যাপনে সাহায্য করে। আর তাই জীবনে আর্থিক সমৃদ্ধি বজায় রাখতে আমরা কত কী না করে থাকি।  তবুও টাকা সকলের কাছে সমান ভাবে ধরা দেয় না।

এই পৃথিবীতে এমনও অনেক মানুষ রয়েছেন, যাঁদের কাছে জীবন যাপনের জন্য প্রয়োজনীয় অর্থটুকুও নেই। সেই সকলমানুষদের জীবনে চলার পথে নানা সমস্যার সমুখীন হয়। আর জীবনে সুন্দর ভাবে বেঁচে থাকতে গেলে পর্যাপ্ত পরিমাণ অর্থ অবশ্যই থাকা দরকার পরে । কিন্তু জীবনে মাঝে মাঝেই হঠাৎ করে এমন সঙ্কট দেখা দেয় , যা আমাদের আর্থিক ভাবে একেবারে ভেঙে দেয়।

আরো পড়ুন :- এই রাশির মানুষরা সর্বদা নিজ মর্জির মালিক হন , আপনিও কি আছেন তাঁর মধ্যে ?

আবার অনেক সময় আমাদের ভালই স্বচ্ছল ভাবে দিন কাটে , ফলে পরিস্থিতি নিজের অনুকূলে থাকে । এ রকম অবস্থায় অর্থকে ধরে রাখতে নিজের কাছে রাখতে হবে এই জিনিস , যা আপনার টাকা পয়সাকে নিজের কাছে ধরে রাখার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী। তবে চলুন কি সেই জিনিস আর কি ভাবে তা ব্যবহার করবেন দেখে নেওয়া যাক।

niladri misra

জীবনে আর্থিক সমৃদ্ধি ঘটাতে ও সেই আর্থিক সমৃদ্ধি ধরে রাখতে নিজের কাছে রাখতে হবে বামুনহাটি গাছের শিকড়।  এই শিকড় যে কোনও একটি বৃহস্পতিবার সন্ধ্যাবেলা পুজো করার পর হাতে বাঁধতে হবে। হাতে বাঁধার আগে শিকড়টিকে অবশ্যই গঙ্গাজলে ধুয়ে নেবেন। পুরুষ হলে ডান হাতে আর মহিলা হলে বাম হাতে বাঁধবেন।

আরো পড়ুন :- ধনী হতে চাইলে সকালে বিছানায় করুন এই কাজ

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

—————————————————————————

আর্থিক দুর্দশা থেকে মুক্তি পেতে মেনে চলুন এই সহজ টোটকাটি , দেখুন ভিডিও 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন