Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী হিসেবে বর্ণনা করা হয়েছে। যে বাড়িতে দেবী লক্ষ্মী থাকেন, সেই পরিবারে কখনও অর্থর অভাব হয় না। মা লক্ষ্মীকে খুশি করার চেষ্টায় সবসময় সবাই ব্যস্ত থাকেন। আজ আপনাকে এমন ৪টি জিনিসের কথা বলব, যেগুলি বাড়িতে রাখলে খুশি হন দেবী লক্ষ্মী। চলুন জেনে নেওয়া যাক সেই ৪টি জিনিস গুলি সম্পর্কে —–
আরো পড়ুন :- অর্থহানি, দম্পতিদের ঝামেলা – শনির ‘কুনজরে’ জীবন অভিশপ্ত হবে এই ৪ রাশির মানুষের
বিশ্বাস অনুযায়ী, মা লক্ষ্মীর পদ্ম ফুল খুবই প্রিয়। এই ফুলের ওপরেই বিরাজ করেন তিনি। মা লক্ষ্মীর পায়ে পদ্ম ফুল নিবেদন করলে তাঁর আশীর্বাদ পরিবারে বর্ষিত হয়। ঘরে সুখ-সমৃদ্ধি বাড়ে। অর্থনৈতিক সঙ্কটও দূর হয়ে যায়।
ঝাড়ু ঘরের ময়লা দূর করে এবং পরিষ্কার রাখার কাজ করে। যে ঘরে ঝাড়ু থাকে সেখানেই মা লক্ষ্মীর বাস। মনে রাখবেন রাতে কখওনই ঝাড়ু দেবেন না ও নোংরা কোনও জায়গায় রাখবেন না।
হিন্দু ধর্মে তুলসী গাছকে সবচেয়ে পবিত্র উদ্ভিদের মর্যাদা দেওয়া হয়েছে। আপনি যদি চান মা লক্ষ্মী আপনার বাড়িতে চিরকাল বাস করুন, তাহলে বাড়িতে তুলসী গাছ লাগান। প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে তুলসী গাছের পুজোও করুন।
বিশ্বাস অনুসারে, সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মী এবং শঙ্খের উৎপত্তি হয়। কেউ কেউ শঙ্খকে দেবী লক্ষ্মীর ভাই বলেও মনে করেন। যে বাড়িতে শঙ্খ থাকে, মা লক্ষ্মী সেখান থেকে বেশি দূরে যেতে পারেন না। তাই বাড়িতে শঙ্খ রাখুন।
আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)