জীবনে আর্থিক সমস্যায় জর্জরিত ? ঘর থেকে সরিয়ে ফেলুন কিছু জিনিস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : টাকা পয়সা সবার জীবনে জরুরি। অর্থ ছাড়া জীবনে নানা বিপর্যয় নেমে আসে। অর্থ না থাকলে অনেকেই নিজেকে দুর্ভাগা মনে করে থাকেন। যাঁরা সারাদিন প্রচুর পরিশ্রম করেও কাঙ্খিত অর্থ উপার্জন করতে পারেন না। আবার অনেকে যথেষ্ট অর্থ উপার্জন করেও ধরে রাখতে পারেন না।

জ্যোতিষ শাস্ত্র বলছে পরিশ্রম করেই অর্থবান হওয়া যায় না। তার জন্য জীবনে পজিটিভ এনার্জি খুব জরুরি। কিছু না জেনেই এমন কোনও কোনও কাজ করে ফেলি, যা আমাদের আর্থিক পরিস্থিতি মজবুত হওয়ার পথে বাধার সৃষ্টি করে। বাস্তু অনুসারে কিছু কাজ আছে, যেগুলি ঘরের ভেতরে রাখা উচিত নয়। এই কাজ গুলি সর্বদা ঘরের বাইরে করবেন।

দেখে নেওয়া যাক ——

১. ডাস্টবিন ঘরের ভেতরে রাখবেন না। ডাস্টবিন প্রতিদিন পরিষ্কার করা উচিক। ঘরের ভেতর বেশিক্ষণ ধরে ময়লা আবর্জনা জমিয়ে রাখলে তার নেগেটিভ প্রভাব আপনর জীবনে পড়তে বাধ্য।

avilo home

২. ঘরের ভেতরে সব জিনিস সঠিক জায়গায় রাখা জরুরি। ব্যবহারের পর তা আবার নির্দিষ্ট স্থানে রেখে দিন। না হলে ঘরে এনার্জি প্রবাহিত হতে বাধার সৃষ্টি হবে। জামা কাপড়, তোয়ালে, চিরুনি এবং অন্যান্য জরুরি সামগ্রী ব্যবহারের পর তাদের নির্দিষ্ট জায়গায় রাখতে ভুলবেন না।

৩. জেনে রাখুন আপনার আর্থিক বিষয়ক পুরনো কাগজপত্র ঘরে নেগেটিভ এনার্জির সৃষ্টি করে। তাই অপ্রয়োজনীয় কাগজপত্র রসিদ ইত্যাদি জমিয়ে রাখবেন না। কাগজ রাখার দরকার পড়ে, তাহলে নির্দিষ্ট ফাইল করে রাখুন। সবথেকে ভালো হয় যদি ডিজিটাল কপি করে রেখে দিতে পারেন।

৪. পজিটিভ এনার্জি ঘরে প্রবেশ করানোর জন্য জানালা দরজা খোলা রাখবেন। তবে জানালা দরজায় যেন ধুলো ময়লা জমে না থাকে। ধুলো ঘরে পজিটিভ এনার্জি প্রবেশে বাধার সৃষ্টি করে।

৫. ইনডোর প্লান্ট রাখা খুবই ভালো। তবে তা যেন শুকিয়ে না যায়। ঘরের ভেতর মরা গাছ রাখা অত্যন্ত অশুভ। তাই ঘরে গাছ রাখলে তাতে নিয়মিত জল দিন।

৬. জলের কল গোলমাল করলে তখনই লোক ডেকে সারিয়ে নিন। কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়।

৭. কোনও কোনও সামগ্রীর জন্য নেগেটিভ এনার্জি জড়িয়ে থাকতে পারে। পুরনো জামাকাপড়, ছেঁড়া ফটো, পুরনো কাগজ যত তাড়াতাড়ি সম্ভব ঘর থেকে সরিয়ে ফেলুন। এই সব জিনিস নেগেটিভ এনার্জির বাহক।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন