জীবনে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান ? মেনে চলুন বাস্তু টিপস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বাস্তু শাস্ত্রের মতে, অর্থ সমস্যা বেশির ভাগ বাড়িতে থাকে, যা আমরা উপেক্ষা করি। যদি কিছু বিষয় মাথায় রাখেন তবে আপনার বাড়িতে উপস্থিত বাস্তু ত্রুটি কমিয়ে ফেলা যায় ও আর্থিক সমস্যা কিছুটা সমাধান করা যেতে পারে। আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য কিছু ঘরোয়া পদ্ধতি গ্রহণ করতে হবে, যা আপনার বাড়িতে কোনওদিন অর্থ সমস্যা ঘটতে দেবে না।

দেখুন এক নজরে ——

১) ঘরের মূল দরজাটি পরিষ্কার রাখুন ও তার চারপাশের দেয়ালের রঙ পরিবর্তন করুন। ফলে মা লক্ষ্মীর বাসভবন ঘরে থাকে ও অর্থের অভাব হয় না।

avilo home

২) যদি বার বার বাধাগ্রস্ত হয় বা আপনি কঠোর পরিশ্রম অনুসারে অর্থ উপার্জন করতে সক্ষম না হন তবে ভারী বা শক্ত জিনিস আপনার শয়ন কক্ষের অভ্যন্তরে বাম কোণে রাখুন। কোনও আর্থিক সঙ্কট দেখা দেবে না।

৩) আপনার ঘরের ছাদে বা বারান্দায় একটি পাত্রে জল এবং শস্য রাখুন যাতে পাখিরা খাবার পেতে পারে। পাখিগুলি তাদের সঙ্গে ইতিবাচক শক্তি নিয়ে আসে, যা অর্থ-সম্পর্কিত বাধা এবং জটিলতা গুলি দূর করে।

৪) উত্তর-পূর্ব দেয়ালে গণেশের ছবি রাখুন। বাস্তু শাস্ত্রের মতে অর্থ বাড়তে রাখতে লক্ষ্মীর সঙ্গে ভগবান গণেশের সন্তুষ্ট হওয়া জরুরী।

৫) শোওয়ার ঘরে একটি স্ফটিক ঋুলিয়ে রাখুন। ওই জানলা দিয়ে ঘরে যে আলো আসবে তা ইতিবাচক শক্তি নিয়ে আসবে। সেই সঙ্গে ঘরে কখনও অর্থের কোনও সমস্যা হয় না।

৬) বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখুন সেখানে কালো এবং সোনালি মাছও রাখুন । এই মাছ গুলি নেতিবাচক শক্তি অপসারণ করে শুভ শক্তি বাড়াতে কাজ করে।

৭) ঘরে একটি আয়না এমন ভাবে রাখুন যাতে প্রতিবিম্বটি বাড়ির আলমারিতে পড়ে। খরচ কমাতে ও হিসাবের সামঞ্জস্য রাখতে সহায়তা করে। এটি পুঁজি বা সঞ্চয় বৃদ্ধি করে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন