Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জীবনে সমৃদ্ধির জন্য প্রচুর পরিশ্রম করেন। তা সত্ত্বেও সেই স্বপ্নপূরণ হয় না। তবে জ্যোতিষ শাস্ত্রে এমন কিছু নিয়মের উল্লেখ রয়েছে, যা পালন করলে অর্থাভাবের হাত থেকে মুক্তি পেতে পারেন। ব্যাংক ব্যালেন্স বাড়বে ক্রমশ। তবে চলুন জ্যোতিষ শাস্ত্রে কোন কোন নিয়মের কথা বলা হয়েছে জেনে নিন —-
আরো পড়ুন :- নিজের আর্থিক অবস্থা মজবুত করতে চান ? মেনে চলুন কিছু বাস্তু টিপস
১. মঙ্গলবার কাউকে ঋণ দেবেন না। জ্যোতিষ শাস্ত্র মতে এই দিন অর্থ ধার দিলে তা লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে। পুরনো ঋণ জমে থাকলে, তা এদিন শোধ করতে পারেন। আপনার সঞ্চিত অর্থ বৃদ্ধি করতে চাইলে মঙ্গলবার কখনও কাউকে ঋণ দেবেন।
২. শাস্ত্র মতে বুধবার লগ্নির জন্য খুবই ভালো। কোনও লগ্নির পরিকল্পনা করে থাকলে তার জন্য বুধবারের দিন বেছে নিন। এই দিন লগ্নি ও অর্থ সঞ্চয় করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়।
৩. জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বাড়ির যে স্থানে অর্থ, গহনা, চেকবই রাখেন সেখানে শাস্ত্র মতে একটি বস্তু রাখতে পারেন। আলমারি বা লকারে, যেখানে টাকা রাখেন সেখানে মহালক্ষ্মীর সিদ্ধ করা শ্রীযন্ত্র রাখুন।
৪. বৃহস্পতিবার ভুলেও নখ ও চুল কাটবেন না। শাস্ত্র মতে এতে কোষ্ঠীতে উপস্থিত বৃহস্পতি দুর্বল হতে শুরু করে। এর ফলে জীবনে সুখ-শান্তির অভাব দেখা যায়।
৫. বাড়িতে ভাঙা বা পুরনো আসবাব থাকলে, তা হলে সেটি শনিবার দিনই বাড়ি থেকে বের করুন। শনিবার পুরনো, অপ্রয়োজনীয় জিনিস বাড়ি থেকে বের করে দিলে সমস্ত দুঃখ, কষ্ট দূর হয়। এর ফলে জীবনে উন্নতি ও সমৃদ্ধি আসে। পাশাপাশি সমস্ত রোগ দূর হয়।
৬. শনিবার ছাড়া অন্য কোনও দিন পুরনো, অব্যবহার্য জিনিস বিক্রি করবেন না। অন্য দিকে শনির সাড়েসাতি ও আড়াইয়ের দশায় পীড়িত থাকলে পুরোনো সামগ্রী গুলি শনিবার বাড়ি থেকে দূর করবেন।
আরো পড়ুন :- হাতে আসবে টাকা, মঙ্গল মার্গী হতেই ভাগ্য ফিরবে কোন কোন রাশির জানুন
আরো পড়ুন :– স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে ? এই সহজ নিয়ম পালনে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)